<<  >> (p.457)
    Author Topic: বাংলা (Bengali)  (Read 5990283 times)
    This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1843 posts by 10+ users deleted.)
    synchronym
    Full Member
    ***
    Offline Offline

    Activity: 644
    Merit: 173


    View Profile
    October 27, 2023, 03:59:05 AM
     #9121

    আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
    আমার তো ইন্টারনেট চলতেছে কোন ইস্যু ফেস করলাম না এখনো। আমার মনে হয় খাজা টাওয়ারের আগুন আর ঘটনায় যেসব ব্রডব্যান্ড সার্ভিসের ডাটা সেন্টার পুড়ে গিয়েছে সেটার মধ্যে আমারটা ছিল না Grin । আমার আশেপাশের দু একজনের কাছ থেকে শুনতে পেরেছি যে তাদের ওয়াইফাই আই মিন ব্রডব্যান্ড লাইনে সমস্যা হচ্ছে। অনেকের সমস্যা আবার এমন হচ্ছে যে ইউটিউব ফেসবুক চলতেছে কিন্তু ব্রাউজিং করতে পারতেছে না। এটাও কি আসলে সে জন্যই হচ্ছে কিনা তা আমার জানা নেই।

    আমি বাদে আমার যত বন্ধুবান্ধব আছে সবারই একই সমস্যা, ইন্টারনেট পায় না, লল। পোলাপাইন যত আছে সবাই রাউটার অন অফ রিস্টার্ট মারতে মারতে বেহুশ। আর এদিকে আমি কোপায়ে মুভি স্ট্রিম করতেছি। কিভাবে জানি আমি বেঁচে গেলাম। আমি গ্রামে থাকি। আমাদের গ্রামে হাতে গোনা ৪-৫ জন ওয়াইফাই চালায়। আর এদিকে ওরা শহরে থেকেও মারা। একবার অবশ্য সমস্যা হইছিল ব্রাউজারে, হঠাৎ করে ২-৩ সেকেন্ড এর জন্য সাইট/পেজ ল্যাগ বা নন রিসপনসিভ যাই বলেন, হইছিল।

    বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ।
    রাতে কখন ওয়াইফাই আসলো বলতে পারলাম না। ওয়াইফাই নেট সমস্যা দেখে রাগ করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দুইটার পরে দেখলাম নেট আসছে। যাহোক ভাই বিএনপি'র মিছিল মিটিং সমাবেশ এর আগে এরকম নেট সমস্যা, মোবাইল নেটওয়ার্ক সমস্যা, সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম অফ করে দেবে এটা স্বাভাবিক। বিগত এক যুগেরও বেশি সময় ধরে এরকম এরকম নাটকীয় ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তাই নতুন করে এগুলো নিয়ে আর ভাবি না। ২৮ তারিখ সামনে আছে তো মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা একটু সমস্যা হলে কোন কিছু মনে করবেন না। মনে করবেন এটাও বাংলাদেশের একটি উন্নয়নের অংশ।
    ওয়াইফাই এর কথার কি বলবো কিছুক্ষণ যদি ভালোভাবে সার্ভিস দেয় তারপরে কারেন্ট চলে যায় তখন ওয়াইফাই বন্ধ হয়ে যায়। কালকে বিকাল থেকেই ওয়াইফাই সমস্যা হচ্ছিল আমি নেট সেন্টারে ফোন দিলাম কি সমস্যা ওয়াইফাই আসছে না ।তখন তারা বলল যে তাদের মেন লাইনে আগুন লেগেছে ওয়াইফাই আসতে সময় লাগবে। কালকে সন্ধ্যার সময়  ওয়াইফাই চলে গেছে এখন পর্যন্ত ওয়াইফাই আসেনি। কি আর করা বাধ্য হয়ে মোবাইলে এমবি নিলাম তারপরে ফোরজি দিয়ে কাজ করার চেষ্টা করলাম ফোরজিতে অনেক সমস্যা করছিল প্রথম দিকে অনেক কষ্ট করে কাজ শেষ করলাম । ওয়াইফাই ব্যবহার করে এমন অভ্যাস হয়ে গেছে কিছুক্ষণের যদি না থাকে বড্ড অসহায় লাগে কি করবো বুঝতে পারি না।
Page 456
Viewing Page: 457