অনেক ধরনের ছবি পোস্ট দেখেছি আমি কিন্তু কোনটা সঠিক বা কোনটা কতটুকু হবে এরকম কোন পোস্ট পাই নি এখনো। ছবি পোস্ট যখন করে তখন সিনিয়র মেম্বাররা যেটা করেন সেটা হলো কতটুকু ছবি নিলে মান সম্মত হয় এরকম করেই নেয়। পোস্টের ধরন অনুযায়ী পোস্টার ব্যানার ছবি এগুলো নির্বাচন করে থাকে।
ফোরামে আমি এখন পর্যন্ত এই পোস্টার ব্যানারের পরিমাপ নিয়ে কোন কিছু দেখিনি ভাই। আপনি যেহেতু নতুন একটি বিষয় তুলে ধরেছেন সেহেতু বিষয় জানলে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন ভাই।
আপনার প্রশ্ন টি ভালোভাবে বোঝা যাচ্ছে না। ব্যানার বলতে কি বুঝিয়েছিলেন, মনে হয় ইমেজ সাইজ বুঝাতে চেয়েছেন? আমি যেভাবে বুঝেছিলাম আপনাকে আমি সেরকম ভাবে বোঝানোর চেষ্টা করি। পরবর্তীতে প্রশ্ন করলে ক্লিয়ার করে বলবেন।
অনেক খোজা খুজির পর এই টপিক খুজে পেয়েছি। আপনি এই টপিক টা ভালো ভাবে মনোযোগ দিয়ে পড়বেন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন।
টিপিক লিংক:
https://bt.irlbtc.com/view/3974517.msg37748469#msg37748469 উপরের লিংকটিতে পিকচার শো করতেছে না, আমি ওই পোস্টের অনুযায়ী আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের বাংলা থ্রেডে আরো যারা নতুনে আসবে তাদের জন্য হয়তো এই পোস্ট টা উপকারে আসবে।
যাইহোক, পিকচার আপলোড করার জন্য আপনাকে প্রথমে পিকচার লিংক বের করে নিতে হবে। আপনার পোস্টে পিকচার সাইজ ৩০০-৪০০ মধ্যে রাখলে পোস্ট দেখতে অনেক সুন্দর হবে। আপনি যদি পিকচার সাইজ অনেক বড় রাখেন তাহলে পোস্ট এর আকার অনেক বড় হবে এবং দেখতেও ভালো দেখা যাবে না।
আপনার পিকচার লিংক বের করা হলে এর পর আপনার করনীয় হলো, সাইজ কমানো। আপনি সাইজ কমানোর জন্য আমি যেটা ব্যবকরি আপনি চাইলে এটিও ব্যবহার করতে পারেন। যেমন আমি ব্যবহার করি
width= যে কোন সাইজ। আপনি নিচের স্টেপ টা ফলো করুন।
[img width=যে কোন সাইজ]http://পিকচার লিংক[/img]এখন আপনি বুঝবেন কিভাবে কত সাইজ বাড়িয়ে পোস্ট করলে পিকচার কত বড় হবে অথবা কত সাইজ কমিয়ে পোস্ট করলে পিকচার কত ছোট হবে। আমি কয়েকটা সাইজ করে পিক আপলোড করে দেখিয়ে দিচ্ছি কত সাইজ করে দিলে পিকচার কতটুকু দেখা যাবে।
আপনি নিচে কয়েকটা পিক আপলোড করে দেখাচ্ছি। আপনি ফলো করুন।আপনি যদি পিকচার সাইজ ১০০ করে পোস্ট করেন তাহলে পিকচার সাইজ নিচের পিক এর সমান হবে।
[img width=100]https://www.talkimg.com/images/2024/01/24/kROED.jpeg[/img]

আপনি যদি পিকচার সাইজ আর একটু বাড়িয়ে ২০০ করে পোস্ট করেন তাহলে নিচের পিক এর সমান দেখা যাবে।
[img width=200]https://www.talkimg.com/images/2024/01/24/kROED.jpeg[/img]

এখন আপনি যদি পিকচার সাইজ ৩০০ করে পোস্ট করেন তাহলে নিচে দেওয়া পিক এর সমান হবে।
[img width=300]https://www.talkimg.com/images/2024/01/24/kROED.jpeg[/img]

আপনি যদি পিকচার সাইজ ৪০০ করে পোস্ট করেন তাহলে নিচে দেওয়া পিক এর সমান শো করবে।
[img width=400]https://www.talkimg.com/images/2024/01/24/kROED.jpeg[/img]

আপনি যদি এভাবে আরো বাড়িয়ে পোস্ট করেন তাহলে পিকচার আরো বড় দেখা যাবে। আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন।