আমিও ভালো আছি। তবে বিটকয়েনটক ফোরামে প্রয়োজনীয় পোস্টের বড়ই অভাব।
ভাবতেছি আমি প্রয়োজনীয় পোস্ট তৈরী করবো। সবাই দোয়া করবেন। যাতে বাংলাতে পোস্ট গুলা লিখতে পারি। 
ধন্যবাদ ভাই,
বিষয়ভিত্তিক পোষ্ট দেয়ার জন্য। বিটকয়েন সম্পর্কে যাদের ধারণা নেই তাদের কাজে লাগবে আশা করি। আমি বিটকয়েন আয় করছি প্রতিদিন। তবে খুবই সল্প পরিমাণে। সতোশি আয় করছি বলাই ভালো। মুন বিটকয়েন কয়েন থেকে ২৫০০০ সতোশি পেমেন্ট পেয়েছি কালকে। আমি কিছু ফসেট ও কিছু ব্রাউজার মাইনিং থেকে আয় করছি। এছড়াও অন্যান্য ক্রিপ্টকয়েনে ইনভেস্টমেন্ট আছ।
সকলে যদি যার যার আর্নিং সম্পর্কে কিছু করে বলেন এবং যারা আয় করতে পারছেন না তারাও জানতে পারেন কি করে, বিটকয়েন ও অন্যান্য কয়েন আয় করা যায়।