চুপ মাইরা বইসা নাহ থেকে, যদি পারেন pre-market এ বিক্রি করে দেন কিংবা কেউ p2p তে কিনতে চাইলে বিক্রি করে দেন। বিক্রির ক্ষেত্রে অবশ্যই ৮০-২০ নিয়মটি অনুসরণ করতে পারেন, যেমন ৮০ শতাংশ বিক্রি করলেন এবং বাকিটা রেখে দিলেন। যদিও ভালো কিছু লিস্টিং এর সময় পাবেন বলে মনে হয় নাহ।
আর এখন আসি ৭-৮ ডলার মূল্য যাওয়ার বিষয়টি নিয়ে। এসব TMA প্রজেক্টগুলোর যদি total supply দেখেন, তাহলে বেশির ভাগেরই ১০ থেকে ১০০ বিলিয়ন হয়ে থাকে কিংবা সর্বনিম্ন হইলে ১ বিলিয়নের হয়ে থাকে। যেখান utility ভিত্তিক প্রজেক্টগুলোই লিস্টিং এর সময় ৫০০ মিলিয়নের FDV করতে পারে নাহ, সেখানে কিভাবে এসব ফালতু প্রজেক্টগুলো ৭ থেকে ৮ বিলিয়নের FDV দিবো বলেন। যারা এসব প্রজেক্ট অন্ধের মতো করে, তারা মূলত এসব FDV এর বিষয়গুলো দেখে নাহ, হুদাই একটা মূল্য বলবে এবং মার্কেটে FOMO তৈরি করবে যেন মুরগি পায় তাদের referral এর জন্য।

বি:দ্র: আমি hotcoin প্রজেক্টটি নিয়ে বিশ্লেষণ করি নাই এবং এটির total supply কিংবা tokenomics সম্পর্কে আমার জানা নেই। যারা জানেন তারা নিজ দ্বায়িত্বে FDV এর বিষয়টা দেখে নিয়েন এবং নিজেই নিজেকে প্রশ্ন করিয়েন যে, এমন প্রজক্টগুলোের টোকেন মূল্য কি আদৌ এমন হওয়া সম্ভব কি নাহ। আর যারা FDV কীভাবে গণনা করতে হয় জানেন নাহ, তারা টোকেনের মূল্য এবং সর্বোচ্চ টোকেনের পরিমাণকে গুণ করলে FDV পেয়ে যাবেন।
FDV = Token price * Total Supply
Token A is listed at $1 price and total supply is 1 Billion , then FDV for token A would be $1B ( 1 Billion dollar)
একচুয়ালি ভাই হয়েছে কি যখন দেখলাম বেশিরভাগ টেলিগ্রামের এয়ার ড্রপ বেসড প্রজেক্ট গুলো ফেল করতেছে এবং রেওয়ার্ড না দিয়ে মূলা ধরিয়ে দিতেছে তখন এটা করা বাদ দিয়ে দিয়েছি এবং এই আপডেট ও জানিনা যে এটা কি প্রি মার্কেটে এখন সেল করা যায় কিনা খুব সম্ভবত এখনো ফ্রি মার্কেটে সেল করা যায় না।
আর ভাই এই প্রজেক্ট তাকে বিশ্বাস করার কারণ হচ্ছে ওরা প্রথমদিকে মাত্র 150 মিলিয়ন টোটাল সাপ্লাই রেখেছিল বর্তমানেও যদি আমি
তাদের অফিসিয়াল ওয়েবসাইট চেক করে দেখি তাহলে সেখানে বাড়তে বাড়তে ৭৪৫ মিলিয়ন দেখতে পাবো আমি জানি না এটা লিমিটেড কিনা আর তারা কততে গিয়া তাদের টোকেন এক্সচেঞ্জারের লিস্ট করবে।
আবার এর মধ্যে ৩ লক্ষ ৩৬ হাজার হট কয়েন লক করে রেখেছে। আবার সেই সাথে সাথে পাঁচ মিলিয়ন হট কয়েন তারা বার্ন করেছে।
এখনো পর্যন্ত তাদের FDV কত হবে এটা আমি জানিনা
