 |
May 15, 2018, 01:04:31 PM |
|
এখানে শুধু হাই! হ্যালো বলে জুনিয়ার মেম্বর হলেন, তারপর কি করবেন?? আপনি যদি নিজে না জানেন বা জানার চেষ্টা না করেন, তাহলে একটাকাও আয় করতে পারবেন না। কারণ, কার এতো সময় যে আপনাকে হাতে কলমে সবকিছু শিখিয়ে দিবে। শেখার চেষ্টাটা আপনার নিজেকেই করতে হবে।
তাই সবাইকে বলতেছি, শুধু এখানে কমেন্ট না করে অন্য সেকশানেও একটু যান, পড়ুন, বুঝতে চষ্টে করুন, ভাল কমেন্ট করুন।
যারা জুনিয়র মেম্বর হইছেন তারা সিগনেচার বাউন্টিতে যোগ দিন। যারা হন নি তারা ফেসবুক, টুইটার বাউন্টিতে যোগ দিন।
বাউন্টি সেকশানে যান, সেখানে কিভাবে কাজ করতে হয় তা আগে ভাল করে বুঝুন। তারপর কাজ শুরু করুন।।
আর হ্যা শুধু শুধু আজাইরা পোষ্ট না করে, কোন কিছু বঝতে অসুবিধা হলে, তা এখানে জানান... কোন অভিজ্ঞ বড়ভাইদের নজরে আসলে অবশ্যই তিনি আপনাকে সহযোগিতা করবেন।।
|