হঠাৎ আজকে এশার নামাজের পর কমিউনিটিতে ঢুকে দেখি আমার সিনিয়র মেম্বার পদমর্যাদা পেয়ে গেছি। শরীরটা বেশ কয়েক সপ্তাহ ধরে খুব খারাপ যাচ্ছে , আজকে হঠাৎ আমার এই পদমর্যাদা দেখে খুবই ভালো লাগছে। মেরুদন্ডের হাড়ে বেশ কয়েকদিন ধরে ব্যাথা অনুভব করছি। ফলে বাংলা কমিউনিটিতে খুব একটা বেশি একটিভ হতে পারছি না। অন্যান্য মাসে পোস্ট দিয়ে প্রথম স্থান অধিকার করি কিন্তু এবার আমার পোষ্ট সংখ্যা অনেক কমে গেছে। আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমার যেন শরীরটা আল্লাহ তাআলা ভালো রাখে।
আজকে আমার রেঙ্ক চেঞ্জ হওয়ার পিছনে কয়েকজন মেম্বারের অবদান অনস্বীকার্য। তাদের সহযোগিতা না পেলে আমি হয়তো আমার র্যাঙ্ক পরিবর্তন করতে পারতাম না। @Little Mouse, Shasan, Crypto Library, Review Master, tjtonmoy, learn bitcoin, Bitcoin People, NicNacCoin, popkon6,Mr Corol অন্যান্য প্রমুখ এই সমস্ত ভাইয়ের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এসব ভাইয়েরা যদি বাংলা কমিউনিটিতে সাহায্য সহযোগিতা না করতো তাহলে আমি এত দূর আসতে পারতাম না।
পরিশেষে একটি কথা বলে শেষ করব, সর্বদা সৎ ভাবে ফোরামে থেকে একে অন্যকে সাহায্য সহযোগিতা করলে অবশ্যই আল্লাহ তায়ালা একদিন কামিয়াবী করবেন। আল্লাহতালা কোন বান্দাকে নিরাশ করে না যে বান্দা সর্বদা সৎভাবে থেকে পরিশ্রম করে।
আপনারা সৎভাবে থেকে ফোরামে সময় দিন এবং বাংলা কমিউনিটিতে সর্বদা পরিশ্রম করে যান ফলে একদিন না একদিন আমরা সফলকাম হবই হব।
সবার আগে আপনার সুস্বাস্থ্য কামনা করতেছি কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল । এরপরে জানাই আপনাকে অভিনন্দন, অভিনন্দন আসলে কোন পদের জন্য জানাবো মেরিট তো আপনার প্রায় ৫০০ ছুই ছুই । আপনি এখন এমন একটা অবস্থায় অবস্থান করতেছেন যেখানে আপনাকে এখন যদি আর কিছু নাও করেন হিরো মেম্বার হয়ে যাবেন। যাই হোক ফোরামের বাংলাদেশী কমিউনিটি এর মধ্যে এত ভালো পটেনশিয়াল অ্যাপ্রচ মেম্বারগণের মধ্যে আপনাকে রাখতেই হবে। আশা করব সামনেও এই অগ্রযাত্রা বজায় থাকবে।
যাই হোক আপনি প্রচুর পরিশ্রম করেন আর এর কারণেই আপনার এত বড় সফলতা অর্জন করতেছেন। তবে ভাই ঘুমটা ভালো করে পেরে নিবেন সারা দিন-রাত কাজের উপরে থাকলে কিন্তু চলবে না স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।

@Crypto Library ভাইয়ের সাথে তাল মিলিয়ে আমি প্রথমে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আসলে ভাই সাফল্য অন্যরকম প্রাপ্তির একটা স্থান, ভেতর থেকে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে সাফল্য অর্জন করলে। যে সেই সাফল্যের স্বাদ গ্রহণ করেছেন সে আসলে একজন সুখী মানুষ। প্রতিদিন ফোরামে ঢুকেই আমি সর্বপ্রথম খুজি @LDL ভাইয়ের কোন পোস্ট আছে কিনা? যদি @LDL ভাইয়ের কোন পোস্ট থাকে তাহলে আমি সবার আগে @LDL ভাইয়ের পোস্টটা পড়ি। আর @LDL ভাই এর সিনিয়র পদে কখন উন্নতি লাভ করবেন, তাকে প্রথম কংগ্রাচুলেশন টা আমি দিবো। কিন্তু ভাই আমার কপাল এতই খারাপ যে, আমাকে সবার শেষে যাইয়া আপনাকে কংগ্রাচুলেট করতে হচ্ছে। তারপরও মন থেকে খুব ভালো লাগছে যে আপনার কে সিনিয়র পদে দেখতে পাচ্ছি।
আসলে ভাই আমি শারীরিকভাবে বেশ কিছুদিন খুব অসুস্থ ছিলাম। আমাকে কেউ বা কারা হত্যা করার একটা চেষ্টা করছিল। আল্লার অশেষ রহমতে আমি এখন খানিকটা সুস্থ আছি। আপনাদের সবার কাছে দোয়া চাই, যেন সুস্থভাবে বাকিরা জীবন যাপন করতে পারি।
Congratulations @Bd officer,
@LDL ভাই-এর পরে আরো দুইটা ভাইয়ের সাফল্যে আমি মন থেকে খুবই গর্বিত অনুভব করি। সেই দুইটা ভাই হল @Learn Bitcoin এবং @Bitcoin_people, ওনাদের উত্তরোত্তর সমৃদ্ধি আমাকে খুবই অনুপ্রাণিত করে। তৃতীয় একজন @Bd officer ভাইকে জুনিয়র মেম্বার পদোন্নতি লাভ আমি আত্মিক অভিনন্দন জানাই তার এতো দ্রুততার সাথে সাফল্যে পৌঁছানোর জন্য।

আশা করি @Little Mouse, @shasan, @Crypto Library, @Review Master, @Tjtonmoy, @LDL, @NicNacCoin, @Learn Bitcoin, @Bitcoin_people, @Dimitri94, @Popkon6, @Mr.corol, @Bd officer ভবিষ্যতেও বাংলাদেশ লোকাল থ্রেড তাকে ভুলে যাবেন না। আসলে ওই দিনটার জন্য আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি। যাইহোক ব্রাদার আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। সবার অংশগ্রহণে বিটকয়েনটক লোকাল ফর্মটা যত দ্রুত সম্ভব একটা বোর্ডে পরিণত হোক এই কামনা করি। বিটকয়েনটক বাংলাদেশ লোকাল বোর্ডে পরিণত হোক, জয় হোক বাংলার মানুষের জয় হোক বিটকয়েনটক বাংলাদেশ বোর্ডের।