এই পোস্টটির মাধ্যমে আমি কিছু তথ্য জানতে চাচ্ছিলাম সিনিয়র ভাইদের কাছে যে,
"সাতোশি নাকামোতো" আসলে কি একজন মানুষ নাকি কোন বস্তু ছিল।?
"সাতোশি নাকামোতো" বস্তু অবশ্যই ছিল না কেননা বস্তু থাকলে সে কিভাবে এত বড় রেভুলেশনকারী আবিষ্কার করতে পারবে তাই না?
কিন্তু বিটকয়েন আবিষ্কারের পিছনে এই নামটি আসলে কোন একটি ব্যক্তির নাম নাকি কোন টিম মিলে একটি নাম রেখেছে, এগুলো নিয়ে বরাবর প্রশ্ন চলে আসছে কিন্তু এর জবাব এখনো কেউ দিতে পারেনি আর আমার মনে হয় না কখনো পারবেও।
বিটকয়েনের জন্মদিন ৫ই এপ্রিল নাকি ৯ই জানুয়ারি বলা হয়ে থাকে?
এটার জন্য বসেই আগের মতনই কেননা যেখানে লোকটি নাম বা লোকটি কে ইত্যাদি এখনো পর্যন্ত জানা যায়নি সেখানে তার জন্মদিন কিভাবে পাওয়া যাবে. যদিও সাতোশি নিচে পিটুপি ফাউন্ডেশনে ৫ এপ্রিল এই ডেটটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন তবুও এটা কোন ভাবে কনফার্ম হওয়া যায়নি এটাই তার জন্মদিন
আসসালামু আলাইকুম বিটকয়েন টকে আমি নতুন এর আগেও আমার কোন ফোরামে লেখালেখির অভিজ্ঞতা ছিল না এটাই আমার প্রথম। নতুন হিসেবে আমি অনেক কিছুই জানিনা এর জন্য এই সাতটি লিংকের ভিতর গিয়ে আমি পড়ার চেষ্টা করতেছি কিন্তু এই বিষয়টি আমি বুঝলাম না দয়া করে আমাকে কেউ বলবেন -স্টিকি থ্রেট কি ? ("স্টিকি থ্রেড পাঠ করুন" ?)
বিটকয়েনটক ফোরামে আপনাকে স্বাগতম, আপনার ইচ্ছা ও আগ্রহ দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনি বাংলাদেশ থ্রেডের প্রথম পেজের ওই সাতটি লাইন এর সম্পূর্ণ যদি পড়েন আশা করি বিটকয়েন ফোরাম সম্পর্কে আপনি অনেক কিছুই জেনে যাবেন আর তাছাড়া যে কোন বুঝবেন না তা এখানে রিপ্লাই এর মাধ্যমে প্রশ্ন করবেন।
এখন আপনার প্রশ্নে আসি সর্বপ্রথম বলে দেই স্টিকি থ্রেড কি-
স্টিকি শব্দটি ইংরেজি শব্দ যার অর্থ অনেকটা লেগে থাকা। নিচের ছবি তে খেয়াল করলে দেখতে পাবেন যে এই টপিক বা থ্রেড এ পিন করা রয়েছে , অন্যান্য সকল থ্রেড দেখবেন পেজ রিলোড দেওয়ার সাথে সাথে উপরে নিচে যাচ্ছে কিন্তু যেগুলোর মধ্যে এই পিন আইকনটি রয়েছে সেগুলো একই স্থানে রয়েছে ,
আর এই সকল পিন আইকন অর্থাৎ পিন করা থ্রেড গুলিকেই স্টিকি বলা হয়।
