আশঙ্কায় আছি আমাদের বাংলাদেশের ব্যাংক সমূহ নিয়ে সবগুলোর অবস্থায় তো নড়বড়ে রয়েছে যা কিছু সঞ্চয় আছে তার সিংহভাগই এসব ব্যাংকে জমা রেখেছি। ইউরোপ আমেরিকার হাল দেখে আমাদের অবস্থা যে কি হবে সেটা ভাবতেছি। সম্পূর্ণ ফান্ড বিটকয়েন এ ইনভেস্টমেন্ট করা থেকে বিরত রয়েছে কারণ এর হাই ভোলাটি এর কারণে দরকারের সময় প্রবলেম করতে হবে দেখে। এখন মনে হচ্ছে ফিজিক্যাল অ্যাসেট বানানোর ছাড়া আর কোন উপায় নাই, জায়গা জমি কেনা ইত্যাদি।
এইটা ভুল সিদ্ধান্ত। মুদ্রাস্ফীতি যে হারে বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকে টাকা রাখার মানে হয় না। আপনি গোল্ড অথবা বিটকয়েন এ রাখতে পারেন। বিটকয়েন এ ডলার কস্ট এভারেজ মেথড ফলো করুন, সেটা ভালো হবে। ব্যাংকে টাকা রাখাটা বর্তমানে কেন, কোন সময়ই আসলে ভালো সিদ্ধান্ত নয়।
আপনাকে আমি ওই কাউন্টডাউন একটি মেরিট দিয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে কোন মেরিট সোর্স নেই। অন্যান্য লোকাল বোর্ডে ১ এর অধিক মেরিত সোর্স মেম্বার রয়েছে যারা প্রতিনিয়ত তাদের কমিউনিটিতে মেরিট দিয়ে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশ লোকালে কোন মেরিট সোর্স নেই, এখানকার ইউজাররা যা মেরিট আর্ন করে সেই থেকেই সামান্য কিছু কমিউনিটি তে দিয়ে থাকে। আপনি অতিসত্বর ফুল মেম্বার হয়ে যাবেন সেই শুভকামনা রইল।
+3 মেরিট প্রদান করলাম।
BitcoinDream ভাই একবার আবেদন করে প্রত্যাহার করেছিলেন। তখন তিনি সেটা পরোক্ষভাবে আমাদের দোষ দিয়েছিলেন। আমাদের এইখানে ভালো কোয়ালিটির পোস্ট থাকলে কেবল তখনই মেরিট সোর্সের জন্য আবেদন করা যায়। বিটকয়েন কিংবা অন্যান্য বিষয় নিয়ে ভালো আলোচনা হলে তখনই আবেদন করা যেতে পারে।