<<  >> (p.345)
    Author Topic: বাংলা (Bengali)  (Read 5990480 times)
    This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1843 posts by 10+ users deleted.)
    Mr.corol
    Member
    **
    Offline Offline

    Activity: 168
    Merit: 58


    View Profile WWW
    May 03, 2023, 09:48:39 AM
    Last edit: May 03, 2023, 10:08:26 AM by Mr.corol
     #6881

    আমি ভাবছি সেই রেস্টুরেন্ট ব্যবসায়ীর কথা, যে দুইটা পিজা বিক্রি করে ১০ হাজার বিটকয়েন পেয়েছিল। আসলে যে লোকটা ডেলিভারি দিতে এসেছিল। সেই লোকটা কি কিছু বিটকয়েন সরিয়ে রেখেছিল নাকি সম্পূর্ণটাই রেস্টুরেন্টের মালিককে প্রোভাইড করেছিল। রেস্টুরেন্টের মালিক সবগুলো বিটকয়েন যদি হোল্ড করে রাখত তাহলে সে আজ কয়েক বিলিয়ন সম্পত্তির মালিক হতো অথবা সে যদি সবগুলো বিটকরেন মার্কেটে রিলিজ করে দিয়ে থাকে তাহলে সে হয়তো এখন নিজের হাত দিয়ে নিজের কপাল চাপড়াচ্ছে। রেস্টুরেন্টের মালিকের জন্য আমার সত্যিই বড় আফসোস হচ্ছে। আসলে কারো কি জানা আছে যে, ওই ১০ হাজার বিটকয়েন সে মার্কেটে রিলিজ করে দিয়েছিল নাকি সে ওই ১০ হাজার বিটকয়েন হোল করে রেখেছিল?

    পিজা বিক্রেতা জারকস
    লাসজেলোর কাছে যে ব্যক্তি পিজা বিক্রি করেছিলেন তার নাম জেরেমি (জারকস)। জারকস কোন পিজার দোকানদার ছিলেন না। তিনি মুলত দোকান থেকে ক্রয় করে লাসজেলোর জন্য পাঠিয়েছিলেন। এক সাক্ষাৎকারে জারকস বলেন, “বিটকয়েন যেহেতু একটা কারেন্সি, এইটা খরচ করতেই হবে। তাই তিনি ওই বিটকয়েনগুলো ৪০০ ডলারে বিক্রি করেছিলেন, প্রায় তিনি বলেছিলেন পিজা বিক্রির দাম থেকে ১০ গুন। কারেন্সি ট্রেড করে ১০ গুন পাওয়া অনেক বেশি।”
     নিউজ টি কয়েন আলাপ থেকে নেওয়া হয়েছে।


    সে যে ইতিহাস গড়ে  গিয়েছে  আমি মনে করি  10000  বিটকয়েন তার নিকট আসলেই খুবই নগণ্য ,  এই ইতিহাস চাইলেও আর কেউ  এখন  ২০ হাজার বিটকয়েন দিয়ে কিনতে পারবে না ।  আর লাসজেলো   ঠিকই বলেছেন যে সবাই যদি বিটকয়েন হোল্ডিং করে তাহলে এর মূল্য আসলেই নেই কোন কিছুর সাথে এক্সচেঞ্জ করা হয়েছে বলেই এর মূল্য টা আসলে আমরা দেখতে পাচ্ছি। বিটকয়েনের তারা যত  একচেঞ্জ বা কেন বেচা হবে এর মূল্য ততই উপরে উঠবে,  যারা লাসজেলো   এর এই পিজ্জা কেনার  বিটকয়েনের অংক গুনে   আফসোস করে তারা আর ১০-১২ বছর পরে  কি করবে? Roll Eyes
    ভাবা যায় যে লাসজেলো   তখন বিটকয়েন এর প্রাইস এত হবে সেটা তার চিন্তার বাইরেও ছিল তখন,  তাই আমি মনে মনে এখনো ভাবি যে আজ থেকে ১০-১২ বছর পরে বিটকয়েন এর দাম কোথায় যাবে!!!

    সত্যিই তিনি যে ইতিহাস গড়েছেন যা কেউ কোনদিন তার মতো কোনো ইতিহাস গড়তে পারবেন না।
    একটা কথা চিন্তা করে দেখেন, আমরা প্রতিদিন যে পণ্য কিনে থাকি তা দিন দিন পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু  জনাব Laszlo Hanycez বেলায় উল্টো হবে। তার পণ্যের দাম কেমন রয়েছে হয়তোবা একটু বেড়েছে। কিন্তু তার মূলধনের দাম দিন দিন ক্রমাগতভাবে বেড়েই চলেছে। নেক্সট জেনারেশন যখন তারই 10000 বিটকয়েনের বিনিময় ২ পিজ্জা কেনার কথা শুনবেন সবাই চমকে যাবেন।

Page 344
Viewing Page: 345