<<  >> (p.282)
    Author Topic: বাংলা (Bengali)  (Read 5990295 times)
    This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1843 posts by 10+ users deleted.)
    Dynamic Bounty
    Jr. Member
    *
    Offline Offline

    Activity: 33
    Merit: 1


    View Profile
    October 11, 2022, 07:15:54 AM
     #5621

    আমি কি এখানে বিটকয়েনের প্রাইস নিয়ে কোন কথা বলতে পারব, না কি এটা ট্রেডিং বোর্ডে কথা বলতে হবে

    যেহেতু বাংলাদেশিদের জন্য নিজস্ব কোনো বোর্ড নেই, তাই এখানে আপনি সকল বিষয় ফোরামের নিয়ম মেনে পোষ্ট করতে পারবেন। আপনার বিটকয়েনের এনালাইসিসের অপেক্ষায় রঈলাম।  Wink


    এটা কখনোই সম্ভব নাহ, তাই এটি ভুল তথ্য।  আমি আগেও পোষ্টেও বলেছি যে, আপনার ব্যবহার করা ডিভাইসটি যদি হ্যাক কিংবা কম্প্রোমাইজড হয়, শুধু তখনই সম্ভব। নইলে একটি ওয়ালেটের এক্সেস কি দিয়ে শুধু ওই ওয়ালেটেই প্রবেশ করা যায়, অন্যগুলোতে নাহ। আর ওমন যদি হতোই, তাহলে হ্যাকাররা বসে বসে বহুত ফান্ড চুরি করতে পারতো, কেননা সকলেই কমবেশি অনেক ওয়ালেট ব্যবহার করে থাকে।  Grin

    সহজ হিসাব, আপনার ডিভাইস হ্যাক হয়েছে কিংবা যেখানে আপনার ওয়ালেটগুলোর প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেস রেখেছেন, সেটি হ্যাক হয়েছে এবং হ্যাকার সব ওয়ালেটের এক্সেস পেয়েছে। তাই আপনার মধ্যে এমন ভুল একটি ধারণা চলে এসেছে।  Wink

    আচ্ছা ভাইয়া দুঃখিত,  বুঝলাম যে এটা ভুল তথ্য, কিন্তু আমি একটা ভিডিওতে এরকম দেখছিলাম, এজন্য এখানে ইনফরমেশনটা দিয়েছিলাম |

    আমার ডিভাইসটা  যদি হ্যাক হয় তাহলে আমি কিভাবে বুঝব যে আমার ডিভাইস টা হ্যাক হয়েছে

    আপনি যেহেতু সোর্স দেন নাই, তাই আমরা বলতেই পারি যে, ডিভাইস হ্যাক হয়েছে। দয়া করে আপনার দেখা ভিডিওটির লিংক কিংবা সোর্স দেন, তাহলে ভিডিওটি দেখে পুরো বিষয়টি আপনাকে বলতে পারবো। আর ইন্টারনেটে অনেক সময় ভুয়া অনেক ভিডিও ছড়িয়ে পড়ে, তাই সকল ভিডিওকে বিশ্বাস করার দরকার নাই।

    আপনার ডিভাইসটি হ্যাক হয়েছে কিনা, সেটি জানার জন্য MalewareByte সফটওয়্যারটি আপাত ব্যবহার করে দেখে নিতে পারেন। আর যদি পারেন পেইড সফটওয়্যার ব্যবহার করুন, তাহলে সহজে ধরে নিতে পারবেন। আবার অনেক সময় এন্টিভাইরাস দিয়েও শনাক্ত করা যায় নাহ, যদি তারা আপনার ডিভাইসকে শুধুমাত্র মনিটর করে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।  Cheesy


    হ্যাঁ ভাই আমি সোর্স অনেক খুজছি কিন্তু পাই নাই এই কারনে সোর্সটি  দিতে পারিনি এজন্য আমি দুঃখিত
Page 281
Viewing Page: 282