আচ্ছা বিভিন্ন বাউন্টিতে দেখি কন্ডিশন দেওয়া বাউন্টি শেষ হওয়ার আগ পর্যন্ত টুইটার,ফেসবুক ফলোয়ার একই থাকতে হবে। কিন্তু টুইটার ফলোয়ার তো প্রতিদিন পরিবর্তন হয়।। এখানে মুলত কি বোঝাতে চাইছে??
ভাল একটা প্রশ্ন করেছেন। যারা বাউন্টিতে নতুন তাদের এই প্রশ্নটা আসতেই পারে। যে কোন বাউন্টিতে জয়েন করার সময় আপনার টুইটার,ফেসবুক, লিংকডিন, ইন্সট্রাগ্রাম এ যে ফলোয়ার থকে বাউন্টি শেষ হওয়া পর্যন্ত কন্ডিশন আনুযায়ী ফলোয়ার অনুসারে স্টেক পাবেন। আপনার টুইটার,ফেসবুক, লিংকডিন, ইন্সট্রাগ্রাম এ ফলোয়ার সব সময পরিবর্তনশীল, এটা কমতে বাড়তে পারে। তবে খেয়াল রাখতে হবে কোন ভাবেই যেন বাউন্টিতে জয়েন করার সময় এর চেয়ে ফলোয়ার না কমে।