ট্রন বেসড কারেন্সিগুলো হোল্ড করার জন্যে আমি ভেনাপি ওয়ালেট সাজেস্ট করি।
ট্রন বা ট্রন বেসড টোকেন আমি এখনো তেমন ব্যবহার করি নাই। তাই এই বিষয়ে আমি কোনো ওয়ালেটের পরামর্শ দিতে পারতেছি না। তবে TronLink ওয়ালেট অনেকে ব্যবহার করে এবং এর Chrome Extension-ও আছে। ভেনাপি নুতুন ওয়ালেট এবং সেই হিসাবে ভালোই আছে। কিন্তু যদি কেউ DApp ব্যবহার করেন, সেইক্ষেত্রে আমি অন্যান্য মাল্টিওয়ালেট যারা Ethereum, Eos & Tron এর টোকেন সংরক্ষণ ও ব্যবহারের সুবিধা দেয়। সেগুলো ব্যবহারের পরামর্শ দিব। তবে আপনাদের কাছে যে ওয়ালেট ভালো লাগে, সেটাই ব্যবহার করুন সর্তকতার সহিত।
আপবিট কয়েকদিন আগে হ্যাক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিটকয়েনের দাম ৯৫০০ থেকে কমে ৬৩০০ তে নেমে গিয়েছিলো। অর্থাৎ আস্থাহীনতা পরিলক্ষীত হচ্ছে। মার্কেটে আস্থা ফিরাতে হলে মার্কেট স্টাবল হতে হবে আর স্টাবল হওয়ার আগে বিটকয়েন এবং অলটকয়েনের পতন থেকে টেনে তুলতে হবে, গুজব থেকে দূরে থাকতে হবে।
শুধু এক্সচেঞ্জ হ্যাক হওয়ার কারণে এটা হয়নি। এর পেছনে আরো দুইটি মূল কারণ আছে।
--➤প্রথমটি হলো Plus Token নামে একটি প্রতারক গ্রুপ, যারা প্রতিদিন ১৩০০+ বিটিসির সেল করতেছে। ফলে বিটিসির মূল্য বৃদ্ধি হতে শুরু করলেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না।
--➤ দ্বিতীয়টি হলো CME Futures Trading Gap এবং এই গ্যাপ পূরণ করার কারণে বিটিসির মূল্য হ্রাস পায়। এখানে বলে রাখা ভালো যে, CME Future ট্রেডিং শেয়ার বাজারের মতো শনিবার আর রবিবার বন্ধ থাকে। ফলে মার্কেট বন্ধের আগে যদি বিটিসির মূল্য $৭২০০ থাকে আর মার্কেট দুইদিন পর চালু হলে বিটিসির মূল্য যদি $৭৮০০ হয়। তাহলে ট্রেডিং এর Candle Chart এ $৬০০ এর একটা গ্যাপ বা ফাঁকা জায়গার তৈরি হয়। আর এই গ্যাপ বা ফাঁকা ক্যান্ডল পূরণের জন্য বিটিসির মূল্য হঠ্যাৎ হ্রাস পায়। উপরের কাহিনীর যদি বিপরীত ঘটনা ঘটে, সেইক্ষেত্রে হঠ্যাৎ বিটিসির মূল্য বৃদ্ধি পায়।