Bitcointalk এর কোন একাউন্ট জোদি বন্ধ হয়ে যায় তাহলে কি আগের জয়েন করা বাউন্টির টোকেন গুলা পাওয়া যায়?
বন্ধ হয়ে যাওয়া মানে কি বুঝাতে চাচ্ছেন সেটি আমার কাছে ক্লিয়ার না। যদি এর মানে ব্যান হওয়া বোঝায়, তাহলে নিচের কথাগুলো আপনার জন্য।
বাউন্টি করার মাঝে একাউন্ট ব্যান হলে সাধারণত যে পর্যন্ত আপনি কাজ করেছেন এবং যতটুকু সাবমিট করেছেন এর ভিত্তিতে যদি শীটে আপনার নামে স্টেক ইস্যু করা হয়ে থাকে তাহলে আগের গুলো পাবেন এবং যে পর্যন্ত সাবমিট করেছেন ততটুকু পেয়ে যাবেন। এক্ষেত্রে ম্যানেজার যদি না দেয় কিছু করার নেই। কারন ম্যানেজার চাইলে বাউন্টি থেকে আপনাকে ব্যান করতে পারে এবং স্টেক বাদ দেয়ার ক্ষমতা ও রাখে, এটা রুলসে দেয়া থাকে ।
আর কি কোন ভাবে সেই একাউন্ট ফেরত পাওয়া যায়?
আপনাকে যে কারনে ব্যান করা হয়েছে সেটি যদি আপনার কাছে লিগ্যাল মনে না হয়, আর আপনি যদি কনফিডেন্ট থাকেন, তাহলে ওই ব্যান করা আইডি লগ ইন করলেই একটি ই-মেইল এড্রেস দেখতে পাবেন। ঐ ইমেইলে আপনার একাউন্ট এর বিস্তারিত লিখে যে ইমেইল ব্যবহার করে আইডি খুলছিলেন ঐ ইমেইল এড্রেস থেকে মেইল করে ক্লেইম করতে পারেন।
ভাগ্য ভালো হলে রিপ্লাই পাবেন। যদি অথোরিটির কাছে আপনার ক্লেইমটি যথার্থ মনে হয় তাহলে আইডিও ফেরত পেতে পারেন।