<<  >> (p.117)
    Author Topic: বাংলা (Bengali)  (Read 5990015 times)
    This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1843 posts by 10+ users deleted.)
    Malam90
    Full Member
    ***
    Offline Offline

    Activity: 1091
    Merit: 116


    View Profile
    December 12, 2019, 11:12:25 AM
     #2321

    যারা নিউবি বা জুনিয়র মেম্বার, তারা বাউন্টি বা সিগনেচার ক্যাম্পেইন এর চিন্তা না করে নিজের আইডি বিল্ড আপ করার চেষ্টা করুন। আপনি যদি ফোরামে ভালো পরিমাণ কন্ট্রিবিউট করতে পারেন তাহলে ফোরাম আপনাকে সাইড ইনকাম করারও সুযোগ দেবে অটোম্যাটিকালি। মানসম্পন্ন পোস্ট ও রিপ্লাই করার মাধ্যমে আপনি ফোরামের জন্য একজন ভালো মেম্বার হতে পারবেন। নিজের প্রোফাইলকে একটা ভালো পজিশনে নিয়ে গেলে এবং বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে নিজেদের জ্ঞান বাড়ানোর মাধ্যমে আপনি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন। একইসাথে ICO বেসড বাউন্টিগুলোতে অংশ নিলে দেখে শুনে অংশ নেবেন। কেননা এগুলোর কারণে স্প্যাম পোস্টের সংখ্যা যেমন বেড়ে যায়, তেমনি আইডির কোয়ালিটিও কমতে থাকে। সেই সাথে পেমেন্টের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বাউন্টিতে প্রাপ্ত কয়েন যদি মার্কেটে না আসে বা আসলেও দাম অত্যন্ত কম থাকে, তবে আপনারই লস। এই ফোরামে আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তাই দেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্বও আপনার। যদি সবাই মিলে ভালো কনটেন্ট বানাতে পারি, তাহলে হয়ত আমরা নিজস্ব লোকাল বোর্ডও পেয়ে যেতে পারি।
    আমি নিজেও একসময় বাউন্টির জন্য এখানে আসতাম। তবে পরে ভুল বুঝতে পেরে ফোরামের একজন মেম্বার হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। সকলের দোয়াপ্রার্থী।  Smiley


    ভালো কথা বলেছেন, নতুনদের এই কথাগুলো মেনেচলা উচিত বলে আমি মনে করি। তবে ‘‘ফোরাম আপনাকে সাইড ইনকাম করারও সুযোগ দেবে অটোম্যাটিকালি’’ কি বুঝাতে চেয়েছেন তা বুঝলাম না। ফোরামটা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শিখার উৎকৃষ্ঠ জায়গা আর সেখানকার একটা অংশ হলো বাউন্টি যেখানে কাজ করলে আপনি ইনকাম করার সম্ভাবনা আছে কিন্তু অটোম্যাটিক্যালিতো আসবেনা।

    ধন্যবাদ

    উনি আসলে বলতে চেয়েছেন- আগে ফোরাম সম্পর্কে ভালোভাবে জানতে হবে আর নিজের আইডি বিল্ডআপ করতে হবে। তারপর একসময় বাউন্টি, সিগনেচার এগুলো করে ফোরাম থেকে ইনকাম করা যাবে। হা আমিও উনার কথায় একমত। আগে ফোরামের বেসিক শিখতে হবে নতুবা শেখার আগে ইনকাম করতে গিয়ে আইডি নষ্ট করে ফেলতে পারে। অনেক বাংলাদেশী আছে দেখেছি যারা ফোরামে জয়েন করেই বাউন্টি শুরু করে, বাউন্টির রুলস কিছুই বোঝেনা। ইচ্ছেমত পোস্ট করে যায় নিজের মত। এমনকি ক্যাম্পেইন শেষ হওয়ার ২ মাস পরেও কাজ করে যেতে দেখা যায়। অনেক প্রজেক্ট স্কাম হওয়ায় সেখানে স্কাম ওয়ার্নিং দেওয়া থাকে কিন্তু তারা না বুঝার কারণে পোস্ট করেই যায় আর এতে করে তারা নেগেটিভ ট্রাস্ট খায়। তাই আগে শেখা পরে আয় করার চিন্তা।
Page 116
Viewing Page: 117