আমি Ledger wallet কিভাবে ক্রয় করতে পারি?
Ledger wallet সর্ম্পকে আমিও জানতে চাই।
https://www.ledger.comএইখানে গিয়ে অর্ডার করতে পারেন। তবে বর্তমানে করোনা পরিস্থির কারনে আসতে অনেক সময় লাগতে পারে। আমার একটা পন্য আজকে অনেকদিন হয়ে গেল, এখনো আসেনি।
কেমন আছেন সবাই? বন্ধগন কেউ আমাকে ভালো সাজেস্ট করবেন কারন আমি কিছু BTC হোল্ড করব সেটা কোথায় রাখলে কিছুটা হলেও নিরাপদ মনে হবে। আমার মনে হয় সামনের দিনগুলোতে BTC ২০ হাজার ডলার পার হয়ে যাবে, তাই ভালো একটা লিংক দিয়ে আমাকে সাহাজ্য করবেন, ধন্যবাদ
সবচেয়ে নিরাপদ হল হার্ডওয়্যার ওয়ালেট। লেজার, ট্রেজর, কিপকি এইগুলো ভালো হার্ডওয়্যার ওয়ালেট কিন্তু বর্তমানে বাইরে থেকে অর্ডার দিয়ে হাতে পাওয়াটা অনেক ঝামেলার। আপনি চাইলে পেপার ওয়ালেট ব্যবহার করতে পারেন, সেটা আরো নিরাপদ কিন্তু কিছু ব্যাপার মাথায় রেখে পেপার ওয়ালেট ক্রিয়েট করতে হবে।
এর কোনটাই না হলে, একটা পিসি তে ইলেকট্রাম ওয়ালেট ইন্সটল করে সেটার সিড কি লিখে রাখুন। তারপর ওয়ালেট আনইন্সটল করে দেন একটা এড্রেস রেখে। ওই এড্রেসে বিটকয়েন পাঠাবেন। যখন দরকার হবে তখন সিড কি দিয়ে ওয়ালেট রিকভার করবেন।
ইলেকট্রাম এর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবেন-
www.electrum.org