কোন cryptocurrency টা best?
বেস্ট কিসে? সাধারণ ভাবে বলতে গেলে বিটকয়েন। যদি আপনু মুল্যের কথা চিন্তা করেন কিংবা ব্লকচেইন কতটুকু ডিসেন্ট্রালাইজড সে চিন্তা করেন তাহলে নিশ্চিন্তে বলা যায় যে বিটকয়েনি বেস্ট। কারণ, বর্তমানে ২য় অবস্থানে থাকা ইথেরিয়ামের ট্রাঞ্জেকশনও রিভার্স করা হয়েছিল যা বিটকয়েন ব্লকচেইনে সম্ভব না।
এখন যদি বলেন আপনি ট্রাঞ্জেকশন ফি এর বেজে বেস্ট সিলেক্ট করবেন তাহলে শত শত অল্টাকয়েন আছে যেগুলো ফি অনেক কম কিন্তু তাদের আবার লিকুইডিটি নেই বললেই চলে কিংবা খুবই কম। ফি এর দিক থেকে লাইটকয়েন সবচেয়ে বেস্ট।
যাই হোক, সবদিক বিবেচনা করলে বিটকয়েনকেই বেস্ট বলতে হবে।