Airdrops মূলত Cryptocurrency ব্যবহারকারীদের মধ্যে বিনামূল্যে Coin বা Token অফার এর আরেকটি নাম।
বিনামূল্যে কয়েন বা টোকেন বিতরন করার উদ্দশ্যে কি? এতে কোম্পানির কি লাভ বা ক্ষতি?
বিনামূল্যে কয়েন বিতরণ কোম্পানির কোন ক্ষতি নেই বরং লাভ হয়।
বিনামূল্যে কয়েন বিতরণ হচ্ছে একটি কোম্পানির এয়ার্ড্রপ অথবা বাউন্টি কাজ সমূহ।
এখন দেখে নেয়া যাক এয়ার্ড্রপ করতে আমাদের কি কি কাজ করতে হয়?
এয়ার্ড্রপ করার জন্য প্রথমে আমাদের যে কোম্পানির এয়ার্ড্রপ করবো ওই কোম্পানির টেলিগ্রাম গ্রুপ এ জয়েন করতে হয়।
তারপর ওই কোম্পানিতে টুইটার এবং ফেসবুক সেসাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদেরকে ফলো করতে হয়। এতে ফলো করলে যে কোম্পানিটির এয়ার্ড্রপ করছি ওই কোম্পানিতে ফলোয়ার বাড়ে এবং সেই সাথে আমরা ওই কোম্পানি যেসব পোস্ট শেয়ার করি তা আমাদের সোশ্যাল মিডিয়া বন্ধু লিস্টে যারা আছে তারা সবাই দেখতে পাই এতে করে ওই কোম্পানিটির প্রচার এবং প্রচারণা খুব সহজে হয়ে যায়।
তাই মূলত ওই কোম্পানিতে আমাদের বিনামূল্যে কিছু কয়েন বা টোকেন প্রদান করে থাকে।
এবার চলে আসা যাক বাউন্টি ক্ষেত্রে।
আমরা সবাই কমবেশি বাউন্টি করি।
আর বাউন্টি হলো একটি নির্দিষ্ট সময় থেকে অন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি কোম্পানির প্রচার-প্রচারণা করা।এক্ষেত্রে আমরা ওই কোম্পানিটির ফেসবুক টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া কিংবা আমরা আর্টিকেল লিখে ওই কোম্পানিতে প্রচার প্রচারণা চালায়। তাতে ওই কোম্পানিটির বিভিন্ন নিউজ এবং ওই কোম্পানির সুবিধা ও অসুবিধাগুলো আমরা আমাদের ফ্রেন্ড লিস্টে যেসব বন্ধুগণ আছে ওদের মাঝে শেয়ার করতে পারি , যার ফলে ওই কোম্পানিটির প্রচার খুব ভালো হয় এবং একটা নির্দিষ্ট সময় আমরা কাজ করার পর ওই কোম্পানিতে আমাদের কাজের জন্য কিছু টোকেন বা কয়েন দিয়ে থাকে।