<<  >> (p.633)
    Author Topic: বাংলা (Bengali)  (Read 5990262 times)
    This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1843 posts by 10+ users deleted.)
    Xtraordinarious
    Jr. Member
    *
    Offline Offline

    Activity: 47
    Merit: 23


    View Profile
    August 14, 2025, 04:48:42 AM
     #12641

    আচ্ছা আমি একটা বিষয় শেয়ার করতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে ফোরামের প্রথম পেজ যখন স্ক্রলিং করি তখন একদম নিচের দিকে local Board দেখতে পাই। এই লোকাল বোর্ডের আন্ডারে বিভিন্ন দেশ রয়েছে যারা তাদের মাতৃভাষায় কথা বলতে পারে এবং সবকিছু সম্পর্কে বিভিন্ন আপডেট নিউজগুলো শেয়ার করতে পারে এবং টেকনিক্যালি যত সমস্যা গুলো আছে তারা নিজের ভাষা গুলোতে ব্যবহার করে সমাধান করতে পারে। তারা নিজেরা চাইলে একটা আপডেট পোস্ট নতুন থ্রেড আকারে পোস্ট করতে পারে তাদের লোকালবোর্ড গুলো অন্যরকম লেভেলের সাজানো গোছানো।

    কিন্তু একদম নিচের দিকে Others Language/Locations রয়েছে এর ভিতরে ঢুকলে আরো কিছু কিছু দেশ দেখা যায়, যারা এখানে রয়েছে। তাদের মধ্যে আমাদের বাংলাদেশও একটা অবস্থান নিয়ে রয়েছে। কিন্তু লোকালে অন্যান্য দেশের সাজানো-গোছানো সিস্টেম থাকলেও Others Language/Locations এইখানের দেশগুলোতে সেটা নেই কেনো? আসলে এটার কারণ কি বা যদি এখান থেকে কোন দেশ চায় তাহলে কি তারা মেইন লোকালে আসতে পারবে others language থেকে। এইখানকার লোকালের যারা বড় মেম্বাররা রয়েছেন তারাই বিষয়টা একটু বিস্তারিত শেয়ার করবেন।
Page 632
Viewing Page: 633