ফোরামে আমাদের লোকালের ভাইয়েরা সবাই কেমন আছেন? আমি একটা বিষয়ে জানতে চাচ্ছি আপনাদের কাছে। আমি স্বাভাবিকভাবেই ফোরামে টুকটাক পোস্ট করতেছি কিন্তু আজকে WO তে একটা পোস্ট দিয়েছিলাম সকালের দিকে। তারপর স্বাভাবিকভাবেই আমি ফোরাম থেকে বাইরে ছিলাম নিজের কাজের জন্য।
আমি তখন ফোরামের বাইরে থাকা অবস্থায় খেয়াল করিনি মেরিটের অবস্থা। আমি সন্ধ্যা বেলায় হঠাৎ করে খেয়াল করে দেখি আমার একাউন্টে একবারে 20টি মেরিট দিয়েছে কে যেনো। পরে চেক করে দেখলাম একটা ইনএক্টিভ একাউন্ট থেকে মেরিট দিয়েছে। বিষয়টা মোটেও সুবিধার মনে হলো না।এইরকম ভাবে বিশটা মেরিট দিয়েছে কিন্তু কেনো? আমার পোস্ট 20 টা মেরিট পাওয়ার যোগ্য নয় বলেই জানি আমি। আমি কিছুই বুঝলাম না এরকম ভাবেও মানুষ তাদের মেরিট এতগুলো সেন্ড করে দেয়? পরে তার অ্যাকাউন্ট চেক করে দেখলাম। তার একাউন্টে চেক করে দেখার পর আরো বেশি অবাক লেগেছে।
ম্যারিড সেন্ড করা অ্যাকাউন্টের নাম হচ্ছে:
tansoft64২০১৮/০২/০৭ এর দিকে
The Sceptical Chymist এর দ্বারা রেট ট্যাগ খেয়েছে।
২০১৮/০২/০৭ এর দিকে
cheater detector এর দ্বারা ট্যাগ খেয়েছে।
আবার আরো দেখলাম:
০৫/২১/২০১৯ এই তারিখে জেগে ওঠে/Woke একাউন্টটি।
০৭/২৩/২০২০ এই তারিখে তার একাউন্ট রিসেট করে পাসওয়ার্ড এবং ইমেইল চেঞ্জ করেছে।
১/৮/২০২১ এই তারিখে আবারো পাসওয়ার্ড এবং ইমেইল চেঞ্জ করেছে।
১/৯/২০২৪ এই তারিখে একাউন্টে আবারো জেগে উঠছে।
এইরকম অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে এতগুলো মেরিট একবারে আসা সত্যিই সন্দেহজনক ব্যাপার। আমি জানিনা এই বিষয়টা কেমনে কি হবে তবে আপনারা আমাকে অবশ্যই পরামর্শ দিবেন। পরবর্তী সময় যেন কোন সমস্যা না হয় সেজন্য আমি এখন কি করতে পারি এই বিষয়ে একটু পরামর্শ দেবেন।
আমি কি এটা নিয়ে কি বিগিনার্স এন্ড হেল্প এখানে পোস্ট তৈরি করবো? নাকি এমনিই থাকব কোন সমস্যা হবে না। আমার লোকালের সম্মানিত বড় ভাইয়েরা আপনারা একটু আমাকে পরামর্শ দিবেন এই মুহূর্তে আমি কি করতে পারি। এবং আমি আরো বলবো আমাদের লোকালের মডারেটর Xal0lex আপনি একটু আমাকে এই বিষয়টাতে পরামর্শ দিয়ে হেল্প করবেন।
এখানে আরো একটি বিষয় দেখতে পাচ্ছি:
Shishir99 ভাইকে Premgen নামের এক একাউন্ট থেকে ১৬টা মেরিট দিয়েছে।
মেরিট সেন্ড করা একাউন্টের নাম হচ্ছে: Premgen
২০১৭/০৭/১৮ এর দিকে Vod এর দ্বারা ট্যাগ খেয়েছে।
২০১৬/০১৭ এর দিকে Lutpin এর দ্বারা ট্যাগ খেয়েছে।
২০১৬/০১/১৩ এর দিকে ExcuaMobi এর দ্বারা ট্যাগ খেয়েছে।
২০১৫/১০/০২ এর দিকে XVzN এর দ্বারা ট্যাগ খেয়েছে।
আরো বিস্তারিত দেখুন:
১০/০৪/২০১৮ এর দিকে জেগে উঠেছিল।
০৫/০২/২০২১ এর দিকে জেগে উঠেছিল।
১২/১৪/২০২১ এর দিকে জেগে উঠেছিল।
০৫/১৩/২০২৩ এর দিকে জেগে উঠেছিল।
এই সকল একাউন্ট থেকে এতগুলো মেরিট একবারে সেন্ড করার মানে কি এরা কি কোন ধরনের ক্ষতি করার চেষ্টা করছে নাকি বাংলা লোকালের মেম্বারদের।
আরেকটি বিষয় দেখতে পাচ্ছি:
DYING_SOUL ভাইকে Ikjg নামের এক অ্যাকাউন্ট থেকে একটি মেরিট দিয়েছে।
মেরিট সেন্ড করা একাউন্টের নাম হচ্ছে: Ikjhg
এই অ্যাকাউন্টটাও সেইম ট্যাগ খাওয়া অ্যাকাউন্ট। Ikjhg ২০১৮ সালের পোস্টে গিয়েও ভিত্তিহীনভাবে মেরিট দিয়েছে ৫টি।
কিছুই বুঝতে পারলাম না এরকম এলোমেলোভাবে মেরিট অ্যাবিউস করার কোন মানে হয় না। এরা এরকমভাবে মেরিটের অপব্যবহার কেন করতেছে।