ট্রাস্ট ওয়ালেটে নতুন আপডেট > QR সিঙ্কের মাধ্যমে সহজেই মোবাইল ওয়ালেট থেকে ডেক্সটপে ইমপোর্ট করুন।
প্রথমে এর সারাংশ ব্যাখ্যা করি, QR সিঙ্ক এর মাধ্যমে সহজেই আপনার ট্রাস্ট ওয়ালেট মোবাইল থেকে ডেস্কটপে নিতে পারবেন, সহজেই নিরাপদে স্থানান্তর করতে পারবেন।
পুর্বে আপনার ট্রাস্ট ওয়ালেট এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নিতে প্রাইভেট কী ব্যবহার করার প্রয়োজন হতো কিন্তু এখন প্রাইবেট কী প্রয়োজন হবে না, সহজেই QR সিঙ্কের মাধ্যমে অন্য ডিভাইসে নিতে পারবেন। অনেকেই প্রাইভেট কী ব্যবহার করে ডেস্কটপে নিতে চায় না, তাই তারা সহজেই এবং দ্রুত QR সিঙ্ক এর মাধ্যমে ডেস্কটপে নিতে পারবেন।
কীভাবে করবেন:* প্রথমে ট্রাস্ট ওয়ালেট এক্সটেনশন ডাউনলোড করতে হবে।
* পরবর্তীতে এক্সটেনশন ওপেন করে QR সিঙ্ক নির্বাচন করতে হবে।
* আপনার এক্সটেনশনে QR কোডটি মোবাইলে স্কান করুন।
* আপনি কোন ওয়ালেট সিঙ্ক করবেন তা নির্বাচন করুন।
* ডেক্সটপে স্কান সম্পুর্ন করা হয়েছে অপশনে ক্লিক করুন।
* আপনার মোবাইল থেকে QR কোড আপনার ডেক্সটপের সামনে ধরে রাখতে হবে।
* স্কান সম্পুর্ন হলে একটি ভেরিফিকেশন পেজ ওপেন হবে।
* মোবাইলে অন টাইম কোড এর জন্য রিকুয়েষ্ট করুন।
* আপনার মোবাইলে দেখানো ৬ ডিজিটের কোড এক্সটেনশন এ ব্যবহার করুন, তার পর সেট আপ হয়ে যাবে।
👉
আরও বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন এবং বিস্তারিত জানুন।