আমি এটির বিষয়ই বললাম যে, ট্রেডিং ফি এর পরিমাণ কিন্তু একটু বেশিই বলা যায়। আর আপনি যেমন বললেন নাহ যে, অনেকে $২৫০ কিংবা $৩০০ এর এয়ারড্রপ claim করেছে। একটু খবর নিয়ে দেখেন যে, তারা একটি একাউন্ট থেকে এত নিতে পেরেছে নাকি অনেকগুলো থেকে। এটির বলার কারণ হইলো, যারা Binance Alpha এর এয়ারড্রপের জন্য farming করে, তারা একাধিক একাউন্ট ব্যবহার করে ক্লেইমটা করে। উদাহরণ হিসেবে আমার নিজের বন্ধুই Binance Alpha এর এয়ারড্রপ থেকেই ওমন ইনকাম করে, কিন্ত একাধিক একাউন্ট ব্যবহার করে।
আবারও বলতেছি, কেমন প্রজেক্ট Binance Alpha তে আসবে সেটির উপরই নির্ভর করবে এয়ারড্রপ ভালো পাবেন কি নাহ। কিন্তু আমার কাছে mainnet এর যেকোনো প্রজেক্টের এয়ারড্রপই ভালো লাগে, যদিও এখন এয়ারড্রপের narrative পরিবর্তন হয়েছে। তবে আগামীতে কিছু প্রজেক্ট থেকে ভালো কিছু পাওয়ার অপেক্ষায় রয়েছি। আর Binance Alpha এর এয়ারড্রপের জন্য আপনার এবং বাকিদের শুভকামনা রঈলো।

আমি ভাই পারসোনালি ৩-৪ জনকে দেখেছি যে ১৫০ থেকে ২৫০ ডলার পর্যন্ত এয়ার ড্রপ ক্লেইম করেছে, এবং তারপর থেকেই তারা মাল্টি করাও শুরু করেছে এমনকি গ্রুপে দেখলাম অনেকে মাল্টি করার জন্য আলাদা ডিভাইস হিসেবে মোবাইল ক্রয় করে ফেলেছে।
এখন ভাই আমি আজকে থেকে মাঠে নামলাম এক দুই সপ্তাহ যাওয়ার পর আসলে বুঝা যাবে এখান থেকে কতটা ইনকাম করা যায় আমার মতে যদি দেড়শ ডলারেরও এয়ার ড্রপ ক্লেইম করা যায় সেটাও প্রফিটেবল কারণ আমার ৬৮ হাজার ভলিউম করতে ১০ মিনিটেরও কম সময় লেগেছে। আর যদি ৫০ ডলার বাদ হতে দেই তাও প্রফিট থাকে।
এখানে টেকনিক্যালি আমি কয়েকটা বিষয় দেখেছি যে-
ধরেন আপনার ব্যালেন্স ১কে এর ওপরে তাহলে আপনি ডেইলি দুই পয়েন্ট করে পাবেন 15 দিনে 30 পয়েন্ট এমনিই পাবেন।
আর তাছাড়া 15 দিনের যদি আপনি প্রতিদিন ৬৫ হাজার ৫৩৬ ডলারের উপরে ভলিউম রাখতে পারেন তাহলে ১৬ পয়েন্ট করে পাবেন।
তাহলে টোটাল 15 দিনে আপনার পয়েন্ট হবে ৩০+(১৬*১৫)= ২৭০ পয়েন্ট।
আর এটা দিয়ে আপনি যেকোনো একটি ভালো এয়ারড্রপ ক্লেম করতে পারবেন। দেখা যাক এখন আমার অবস্থা কি হয়।
আপনি যদিও পুরো বিষয়টা দেখি নাই, কিন্তু FCFS এবং Fixed এয়ারড্রপ থাকে কোনো কোনো প্রজেক্টে হয়তো। আর আপনি যে $১ কিংবা $২ এর এয়ারড্রপের কথা বলতেছেন, সেটি মূলত FCFS এর নাহ এবং Fixed Allocation এর হয়তো । আর এটিতে মূলত সর্বমোট staking আর আপনি কতটুকু স্টেকিং করেছেন, তার পরিমাণের উপর নির্ভর করে এয়ারড্রপের পরিমাণটা নির্ধারণ হয়ে থাকে। বাকি পুরাতন এয়ারড্রপের খবরগুলো পড়ে নিয়ে, আপনারা ধারণা নিতে পারেন।

আপনি কি ভাই বাইনান্সের lauchpool এর কথা বলছেন?
সেখানে একটা সময় প্রফিটেবল ছিল তাও আমি ২কে FDUSD hold করে প্রথম দিকে অ্যারাউন্ড ৬০ ডলার এর মতন পাচ্ছিলাম কিন্তু পরে দেখা গিয়েছে যে ৬ ডলার এর মতোনও পাই নাই। অনেকটাই এমন হয়েছে যে যেই লাউ সেই কদু।
তাছাড়া বিএনবি স্টেকিং করলে কিছুটা বেশি পাওয়া যেত কিন্তু এটায় আমার ভলিউম কম থাকার কারণে প্রথম দিকে ৬ ডলারের মতন পেয়েছিলাম আর পরবর্তীতেও ঠিক একই রকম পূর্বে যা বললাম, আর আমার তো মনে হয় এই দুইটা বিষয় একই।
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।
গত কয়েকদিন যাবৎ আমি একটি চিন্তার মধ্যে পড়েছি। হঠাৎ করে আমার ফোন নম্বরে একটি বিদেশী নম্বর থেকে কল আসে। আমি খুব বেশি কিছু চিন্তা না করেই সেই কলটি ধরি। কারণ, আমি মনে করেছিলাম কেউ হয়তো কলার অ্যাপ ব্যবহার করে কল করেছে। কিন্তু , কল ধরার ২ সেকেন্ডের মধ্যেই কল কেটে দেয়। না আমি তার কথা শুনেছি , না সে আমার কথা শুনেছে। কিন্তু তার ২ ঘন্টা পরে যখন আমি আমার বন্ধুকে কল করি তখন সে বলে তোর নম্বরে স্প্যাম লেখা আসছে কেন ? আমি কিছু বুঝতে না পেরে আমার সেই সিমটি খুলে রেখেছি আর আমার সম্পূর্ণ ফোন ফ্ল্যাশ করে সবকিছু আবার নতুন করে শুরু করেছি। কিন্তু এর পরেও কি আর কোনো সমস্যা হওয়ার সম্ভবনা আছে ? আমি বুঝতেছি না এরপর আমি কি করবো ? আমার সম্পূর্ণ ফোন কি হ্যাকারের স্প্যামারের নিয়ন্ত্রণে চলে গেছে ?
আপনি কি এর মধ্যে কোন সাসপিসিয়াস ওয়েবসাইট থেকে কোন কিছু ডাউনলোড করেছিলেন বা এক্সপ্লোর করেছিলেন?
অনেক সময় হ্যাকাররা ফিসিং করে ওই ওয়েবসাইটগুলোর লিংক দিয়ে এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাইপাস করার জন্য এই ধরনের কল করে থাকে যাতে কল ধরার সাথে সাথেই দুই এক সেকেন্ডের মধ্যে কেটে যায় কিন্তু আপনার ফোনের টার্গেটেট ২ ফ্যাক্টর অথেন্টিকেশন হ্যাকাররা বাইপাস করে ফেলে।
আমার ক্ষেত্রে কয়েক বছর আগে এমনটা হয়েছিল যেখানে আমি একটি ক্র্যাক ডাউনলোড করতে গিয়ে হ্যাকিং এর শিকার হয়েছিলাম এবং সে ক্ষেত্রে আমার একটি গেমিং প্ল্যাটফর্মের অনেকগুলো একাউন্ট হ্যাকাররা এইভাবে বাইপাস করে তাদের এক্সেস এ নিয়ে গিয়েছে এখনো পর্যন্ত আর রিকভারি পারিনি।