<<  >> (p.646)
    Author Topic: বাংলা (Bengali)  (Read 5990255 times)
    This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1843 posts by 10+ users deleted.)
    Hridyansh Labs
    Jr. Member
    *
    Offline Offline

    Activity: 33
    Merit: 2


    View Profile
    October 10, 2025, 04:42:32 AM
     #12901



    Binance Alpha নিয়ে কে কতটা জানেন আর কে এটা করেন ? আমি দেখতেছি প্রায় প্রতিদিনই Binance Alpha তে এয়ারড্রপ দিচ্ছে সেখানে ১০০-২১১ পয়েন্ট পর্যন্ত যাদের থাকে তারা এলিজিবল হয়। আর আপনি প্রতিদিন ৬৬ হাজার ডলার ভলিউম করে এবং ১০০ ডলার+ হোল্ড করে ১৭ পয়েন্ট করে পাবেন। মানে আপনাকে ১২-১৩ দিন ফ্রি ফ্রি ট্রেড করতে হবে যার খরচ ৪০-৫০ ডলার কিন্তু একবার ২২০+ পয়েন্ট করলে আপনি এয়ারড্রপ পাবেন মিনিমাম ৪ টা আর এই ৪ টা ক্লেইম এ সর্বনিম্ন ১৫০-৫০০$ পাবেন আশা করা যায়। আর আপনাকে এখানে নিয়মিত ট্রেড করে পয়েন্ট আর্ন করতে হবে কারণ এই ফোরামে যেমন ১২০ দিন পর পর মেরিট হিস্ট্রি থেকে মেরিট মুছে যায় Alpha Point এর ১৫ দিন এর হিস্ট্রি আপনাকে ২২০+ পয়েন্ট রাখতে হবে আপনি ১৫ দিনে ১৭ পয়েন্ট করে আর্ন করলে ২৫৫ পয়েন্ট হবে। আর একটা এয়ারড্রপ ক্লেইম করলেও ১৫ পয়েন্ট কেটে নেয়। তবে সব মিলিয়ে এখান থেকে ভালো আর্নিং সম্ভব, তাই কেউ চাইলে করতে পারেন।

    রিস্ক
    - যেহেতু প্রতিদিন এখানে ট্রেডিং ভলিউম করতে হবে পয়েন্ট আর্নিং করার জন্য তাই এখানে অবশ্যই রিস্ক থাকবে ভোলাটাইল অবস্থাতে লস এর সংখ্যা বেশি হতে পারে তখন খরচ বেশি পড়তে পারে।
    - এখন রেগুলার এয়ারড্রপ আসতেছে কিন্তু সব সময় এরকম আসবে তার কোন গ্যারান্টি নেই তাই পয়েন্ট আর্নিং করার পর যেহেতু 15 দিন পর পর পয়েন্ট এক্সপায়ার হয় তাই রেগুলার ট্রেডিং করতে হবে কিন্তু রেগুলার এয়ারড্রপ না আসলে খরচ বেশি পড়ে যাবে।

    যদি কেউ এটি করেন তাহলে নিজের রিস্কে করতে পারেন। আমি নিজে করতেছি এবং অনেকদিন যাবত গ্রুপে এর সাকসেস দেখতেছি তাই এখানে শেয়ার করলাম।
    আমি নিজে এটা করতেছি ব্রো। প্রত্যেক পনেরো দিনে আর্ন করার পরে ২১১+ পয়েন্ট হলেই বর্তমানে (প্রায়োরিটি) এবং (এফসিএফএস) এগুলোতে ইলিজেবল হবেন। গত মাসের এয়ারড্রপগুলো ভালো ছিল কিন্তু এই মাসে যে এয়ারড্রপ গুলো আসতেছে খুব একটা ভালো প্রোফিট দিচ্ছেন। এই মাসে আমি সর্বোচ্চ ৭০$ এর মত এয়ারড্রপ পেয়েছিলাম। তারপরে আরো তিনটাই নাটক নিয়েছি যেগুলো সব ৫০ ডলারের মধ্যে। কত মাসে অনেক ভালো ভালো কয়েন লিস্টেড হয়েছে বাইনান্সে এর জন্য অনেকে ১০০০$-২০০০$ সমপরিমাণ আর্ন করতে পারছে। যদি একটু পরে শুরু করেছি আমি সেজন্য আগের মাসের এয়ারড্রপ ধরতে পারিনি। কিন্তু বর্তমানে ধরে রেখেছি এবং পয়েন্ট আর্ন করতেছি সামনে ভালো প্রজেক্ট আছে। বিশেষ করে (Monad) প্রজেক্টটা ভালো হবে এর জন্য পয়েন্ট ধরে রাখতেছি। দেখা যাক শেষ পর্যন্ত কত তারিখে আসে এটা।

    যাদের ফান্ড আছে তারা করতে পারবে এটা সমস্যা নেই এখানে সমস্যাটা হচ্ছে ট্রেডিং ভলিউম পূরণ করে ফান্ড জমা রাখতে হয় এর জন্য অনেকের ইচ্ছা থাকলেও করতে পারেনা যাদের ফান্ড নেই।
Page 645
Viewing Page: 646