এখানে দক্ষতার তো কিছু নাই । কারণ আপনি যে সপ্তাহ শেষে ৮০ ডলার পাবেন, সেটি ব্যাবহার করে আপনি যদি ২-৩টা cross-swap কিংবা bridge করেন। তাহলে সপ্তাহে আপনার ২৫০ ডলারের এবং মাস শেষ এ ১০০০ ডলারের ভলিউম হবে। আর mainnet এয়ারড্রপগুলোতে ট্রান্সজ্যাকশন এবং ভলিউম এর উপরে বেশি এয়ারড্রপ দিয়ে থাকে।
আমি এর থেকে আর সহজভাবে বুঝাতে পারবো নাহ। আর এটায় দক্ষতার কোনো কিছুই নেই এবং বাকি আপনাদের যার যেটা ভালো মনে হয়।

এখানে দক্ষতা বলা ভুল হবে সম্ভবত, এখানে কমফোর্টেবল শব্দটাই ভালো ভাবে ব্যাবহার করা যায়। আসলে এক এক জন এক এক যায়গায় কাজ করে কমফোরট ফিল করে। যেমনটা আগে বলেছি, আমি একসময় নিজেই চ্যানেল খুলে এয়ারড্রপে সময় দেয়া শুরু করেছিলাম, মাঝখানে কিছু এয়ারড্রপ থেকে যেহেতু পেমেন্ট পেয়েছিলাম, তাই নিজেই কমফোরট ফিল করছিলাম। তারপর দেখলাম যে আসলে যেই সময় এখানে দিচ্ছি, একই সময় অন্য যায়গায় দিলে এর চাইতে ভালো ইনকাম করতে পারবো। তো এজন্যই মূলত এয়ারড্রপ ছেড়ে দিয়েছি। আর সব চাইতে বড় কারন ছিল মূলা পাওয়া।
এবার ঠিক বলেছেন, আর আমরা কখনোই নিজেদের ওই comfortable জায়গা থেকে বের হইতে চাই নাহ । তাই তো ভালো কিছু হয় নাহ। আমি আমার crypto এর যাত্রায় ২-৩ বার comfortable জায়গা থেকে বের হয়ে এসেছিলাম এবং আল্লাহর রহমতে ভালো কিছু করেছি।
আপনি mainnet প্রজেক্টগুলো করেন, ওসবে প্রজেক্টের মধ্যে এয়ারড্রপ যখন দিবে। তখন দেখবেন যে, mainnet এয়ারড্রপগুলোও আপনার ওই comfortable এর জায়গায় চলে আসবে। বাকি আপনার কিংবা আপনাদের ইচ্ছা ভাই।
সঠিক এবং সততার পথে কমিউনিটি বৃদ্ধি করা সম্ভব নাহ। আর এসবে সময় অনেক লাগে এবং লেগে থাকতে লাগে। বেশি আর কিছু বলার নাই এই বিষয়ে।
আসলেই তাই। অনেকেই নিজেদের কমিউনিটি বানিয়েছে মূলত ক্লিকবেইট করে। আন্দাজেই বলে এখান থেকে ৪ হাজার ডলার পাইছি, কেউ মিস করবেন না, এই টাইপের টাইটেল দিয়ে দিয়ে মানুষকে আকৃষ্ট করে তারা কমিউনিটি বড় করে। যাই হোক, এগুলা নিয়ে আমার আফসোস নেই। মাঝে মাঝে তবু এটা সেটা ট্রাই করে করে ধরা খাই।
শুধুমাত্র ক্লিকবেইট দিয়েও পারবেন নাহ, আপনাকে আগে ভুয়া কমিউনিটি মেম্বারের সংখ্যা দেখিয়ে ১-২টা প্রজেক্টের paid ক্যাম্পেইন আনতে হবে। নইলে বাঙ্গুসরা আর ওসব ক্লিকবেইট খায় নাহ।

এখানে দক্ষতার তো কিছু নাই । কারণ আপনি যে সপ্তাহ শেষে ৮০ ডলার পাবেন, সেটি ব্যাবহার করে আপনি যদি ২-৩টা cross-swap কিংবা bridge করেন। তাহলে সপ্তাহে আপনার ২৫০ ডলারের এবং মাস শেষ এ ১০০০ ডলারের ভলিউম হবে। আর mainnet এয়ারড্রপগুলোতে ট্রান্সজ্যাকশন এবং ভলিউম এর উপরে বেশি এয়ারড্রপ দিয়ে থাকে।
আমি এর থেকে আর সহজভাবে বুঝাতে পারবো নাহ। আর এটায় দক্ষতার কোনো কিছুই নেই এবং বাকি আপনাদের যার যেটা ভালো মনে হয়।

ভাই আমার কাছে তো লাগছে যে এয়ার ড্রপ এর ক্যাটাগরি বর্তমানে বদলে গেছে। আগে আমরা দেখতাম যে টেস্ট নেট ইউজারদের হিউজ পরিমাণে রিওয়ার্ড দিত প্রোজেক্ট। কিন্তু বর্তমানে টেস্ট ম্যাচ ইউজারদের রিওয়ার্ড দেওয়া বন্ধ করে দিয়েছে প্রজেক্টরা। তো আপনার কি মনে হয় যে আমরা বর্তমানে কোন পরিস্থিতির মধ্যে আছে। আমার এখনো মনে আছে একটা সময় যখন শুরুর দিকে আমি এয়ার ড্রপ শুরু করেছিলাম তখন এয়ার ড্রপগুলো ছিল মূলত টেলিগ্রাম বট বেইজড। তারপরে শুরু হলো ওয়ালেট এয়ার ড্রপ, মাইনিং এয়ার ড্রপ, IDO , টেস্ট নেট, মেইন নেট। বিশেষ করে আগে টেস্ট নেট এবং মেইননেট হতে বিশাল বড় অংকের এয়ার ড্রপ পাওয়া যেত যেটা বর্তমানে দেখা খুবই দুষ্কর।
এটা সত্য যে, এখনকার সময়ের এয়ারড্রপের category কিংবা eligible এর শর্তগুলো অনেকটা পরিবর্তন হয়েছে। কেননা প্রজেক্টগুলো দেখেছে যে, কমিউনিটিকে এয়ারড্রপ দিলে, ৯০ শতাংশই টোকেন বিক্রি করে দিয়ে চলে যায় এবং সকল প্রজেক্টের তেমন একটি লাভ হয় নাহ। যদিও ক্ষণিকের জন্য সকলে মুখে মুখে চলে আসে, কিন্তু পরিবর্তিতে সকলে ভুলে যায়। আর যদি সেই এয়ারড্রপ KOL কে দেয়, তারা বিভিন্ন long term ব্যবহারকারীকে প্রজেক্টে আনতে পারে। আর এতে প্রজেক্টের লাভ হয়, তাইতো এখন kaito কিংবা InfoFI অনেকটা বৃদ্ধি হচ্ছে।
কিন্তু mainnet এয়ারড্রপগুলো আগে যেমন ছিলো তেমনই আছে। শুধুমাত্র eligible এর শর্তগুলো একটু কঠিন করেছে, কিন্তু আপনি সেসব প্রজেক্ট যদি প্রতি সপ্তাহে ব্যবহার করেন, তাহলে আপনি eligible হবেন। উদাহরণ হিসেবে, আগে প্রজেক্টগুলো TVL কিংবা volume ছিলো কম , তাইতো মাত্র ৫টার মতো কেউ ট্রান্সজেকশন করেই eligible হইতো। কিন্তু বর্তমানে প্রজেক্টগুলোতে এখন Million এ TVL ও Volume তো billion এ হয়ে থাকে এবং ব্যবহারকারীর সংখ্যাও বেশি থাকে। তাই যদি আগের মতো এয়ারড্রপ দিতে চায়, তাইলে তো সকলে $৫ করেও এয়ারড্রপ পাবে নাহ। তাই এখন eligible এর শর্তগুলো এমন করে, যেন তাদেরকে এয়ারড্রপ দিতে পারে যারা লম্বা সময় ধরে তাদের প্লাটফর্ম ব্যবহার করেছে।

এখন যেটা দেখছি সেটা হচ্ছে প্রজেক্ট ওনাররা সাধারণ পাবলিকের রিওয়ার্ড দেওয়ার চাইতে কোলদের ভরে ভরে রিওয়ার্ড দিতে বেশি ইচ্ছুক। যার জন্য ইনফো ফাই আগমন ঘটেছে kaito এর মাধ্যমে। অন্যদিকে প্রত্যেকটি প্রজেক্ট মার্কেটে টিকে থাকার জন্য ভলিউম প্রয়োজন সেজন্য তারা ভরে ভরে অ্যাড ড্রপ দিচ্ছে ফাইন্যান্স আলফা ইউজারদের।
আপনার মতে কোনটা সবচাইতে বেশি প্রফিটেবল বর্তমানে?
আপনি যদি eligible হোন, তাইলে সকল প্রকার এয়ারড্রপই profitable হবে। আর এইজন্য আপনাকে জানতে হবে যে, প্রজেক্ট আপনাকে কিংবা কমিউনিটিকে farm করতেছে নাকি আসলেই এয়ারড্রপ দিতে চায়। উদাহরণ হিসেবে, kaito তে যেকল প্রজেক্ট কোনো প্রকার নির্দেশনা ছাড়াই বলে যে Kaito Yappers দের জন্য এয়ারড্রপ আছে। কিন্তু leadeboard এর কতজন পাবে এবং কত পরিমাণের এয়ারড্রপ দিবে বলে নাই। সেসব প্রজেক্ট শুধুমাত্র KOL দের উপর বেশি নজর রাখবে এবং leaderboard থেকে সর্বোচ্চ ১০০০ কিংবা ৫০০ জনকে এয়ারড্রপ দিবে। তাই এমন প্রজেক্টের জন্য আপনি kaito তে yapping করে কোনো লাভ নাই, কেননা আপনার কিংবা আমার মতো সাধারণ ব্যবহারকারী সেরা ১০০০ তে আসতে পারবে নাহ। তাই বিশ্লেষণ করাটা খুবই জরুরি , যেকোনো প্রজেক্টের এয়ারড্রপে অংশগ্রহণ করার পূর্বে।
মোট কথা হইলো যে,
আপনাকে বিশ্লেষণ করে সম্ভাবনা দেখতে হবে যে আপনি কত শতাংশ eligible হইতে পারেন এবং আপনিকে আসলেই সেটিতে সময় ও পরিশ্রম দিবেন কি নাহ। আমি নিজের কথা যদি বলি, আমার চেষ্টা করলে ১০০০ কিংবা ৫০০ তে আসতে পারবো, কিন্তু আমি ১ সপ্তাহ পর কোনো নাহ কোনো কারণে আর সময় দিবো নাহ। তাই আমি kaito তে yapping করি নাহ।

আর Alpha এর কথা বলিয়েন নাহ, কিছুদিন আগেই Binance এর CZ আর Limiteless এর CJ এর মধ্যে সেইরকমের একটি কাহিনী হইছে এবং Binance যে মার্কেট manipulation করে এবং প্রজেক্টের বিশাল পরিমাণের token allocation চায় listing এর জন্য, সেটি নিয়ে কাহিনী হয়ে গেছে। আর Binance বনাম Hyperliquid/Coinbase আর সকলের আলোচনায় এসেছে। আর আমি ইতিমধ্যে অন্যান্যদের সাথে আলোচনার সময় বলেছি যে, আপনারা যে ট্রেড করবেন সেটিতে কত ফি দিতেছেন। সেটিতে নজর রাখবেন, কেননা এয়ারড্রপের থেকে ফি এর পরিমাণ বেশি হইলে তো আর লাভবান হইতে পারবেন নাহ।
যারা জানেন নাহ, তাদের জন্য বলে রাখি: Hyperliquid কিন্তু decentralized exchange এবং এটি বর্তমানে Binance এর সাথে টক্কর দিতেছে। কিছুদিন আগে Yzi labs এর প্রজেক্ট Aster এয়ারড্রপ দিয়েছিলো এবং CZ যে এটির পেছনে রয়েছে Hyperliquid এর সাথে একটি প্রতিদ্বন্দীতা করার জন্য সেটা তো আর বলতে লাগে নাহ। যদিও সেটিতে আপাতত CZ সফল হইতে পারে নাই এবং বর্তমানে CZ/Binance বনাম Hyperliquid/যেকোনো decentralized exchange টপিক কিন্তু ভালোয় আলোচনায়। আর কমিউনিটির সকলে decentralized exchange এর সাপোর্টে রয়েছে।
