আজকে এইটুকু, অন্যদিন আরো বিস্তারিত কোনো পোষ্ট করবো।

ভাই তো পরে আর কিছু শেয়ার করলেন না। যাইহোক, আশাকরি ভাই সময় করে একদিন পুরো ব্যাপারটা লিখবেন।
আসলে ব্যপারটা অনেক ইন্টারেস্টিং লাগে। কিছুদিন আগে দেখলাম BNB তাদের সাইড চেইন BAS বিল্ড করেছে, স্কেলেবিলিটির সাথে আরও অনেক সুযোগ তৈরি করেছে। আগের থেকেও আরও কম সময়ে, কম ফিস পরিশোধ করে ট্রাঞ্জেকশন শেষ করা যাবে।
ব্যস্ততায় দিন যাচ্ছে, আর এখানে এক্টিভ থাকতে চাইলেও তেমন সময় হয় নাহ। যাই হোক, সাইডচেইন এবং EVM chain এবং sidechain এর কিছুটা পার্থক্য রয়েছে। যেহেতু আপনি সাইডচেইন নিয়ে কথা তুললেন, তাহলে একটু সাধারণ বিষয় সকলের জন্য এখন শেয়ার করলাম।
প্রত্যেক চেইনে কোনো না কোনো এমন প্রজেক্ট থাকে, যেগুলোতে ট্রান্সজেকশনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে এবং এতে সেই চেইনে ট্রান্সজেকশন ফি ও সম্পাদনের চাহিদা বৃদ্ধি পায়। এতে সাধারণ কিংবা অন্যান্য প্রজেক্টের ট্রান্সজেকশনেও প্রভাব পড়ে। আর এর সমাধান হিসেবে অনেক চেইনের ডেভেলপাররা নতুন একটি চেইন চালুর প্রস্তাব করে এবং এটি মূল চেইনের নিচে চলবে কিংবা চাইল্ড/সাইড চেইন হিসেবে চলবে। এই সাইডচেইন শুধুমাত্র নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হবে এবং সেটির ব্যবহারকারীর ট্রান্সজেকশনগুলো শুধুমাত্র সেই সাইডচেইনে সম্পন্ন হবে। এতে মূল চেইনে কোনো প্রকার চাপ থাকবে নাহ। মজার বিষয হলো, সাইডচেইনগুলো চাইলে নিজেদের মূল টোকেনকে ট্রান্সজেকশনের ফি হিসেবে ব্যবহার করতে পারবে কিংবা মূল চেইনের কয়েনকে ফি হিসেবে ব্যবহার করতে পারে। সহজ একটি উদাহরণ হলো, Avalanche এর সাবনেটসগুলো, বিস্তারিত এখানে পাবেন:
https://www.avax.network/subnetsকিংবা এখানে সকল সচল সাবনেটগুলোর তালিকা পাবেন:
https://subnets.avax.network/subnetsআর একটি বিষয়, avalanche এর সাবনেটসগুলোকে অনেকে সম্পূর্ণ সাইডচেইন হিসেবে বিবেচনা করে নাহ।

আজকে এইটুকুই, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন, আমি পরবর্তীতে উত্তর দিয়ে দিবো।
