আচ্ছা বড় বড় Legendary রা তো কোন কাজ করে না শুধু থ্রেড এ পোস্ট করেন। কিনবা বাউনটিও তো করেন না তাহলে তারা কি করে টাকা income করে
এই ফোরামটা টাকা ইনকামের জন্য সৃষ্টি করা হয় নি। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করার জন্য সৃষ্টি হয়েছে। আর তারা সেটা করার জন্যই ফোরামে আছে। টাকা ইনকামের জন্য সবাই নেই। এইটা বেশিরভাগ লিজেন্ডারি এবং হাই র্যাংক একাউন্ট যারা কোন ক্যাম্পেইনে জয়েন করে না তাদের ক্ষেত্রে সত্য। তাছাড়া তাদের বেশিরভাগই অনেক বিটকয়েন এর মালিক। অযথা এইখানে কাজ করবে কেন?
আর অনেকেই এইখানে বিভিন্ন ধরনের ব্যবসায়িক কাজকর্ম করছেন। ওই জন্য তারা ফোরামে এক্টিভ আছে যে। আবার অনেকেই আগে কাজ করত এবং তখন বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি এর দাম কম ছিল বলে বেশি বিটকয়েন পেত। যেটা হোল্ড করে অনেকেই বড়লোক হয়ে গিয়েছে।
মোদ্দা কথা হল এই ফোরামে আমাদের বেশিরভাগ লোক আসে ইনকাম এর জন্য। কিন্তু এই ফোরামটা এই উদ্দেশ্যর জন্য না। এইখানে অনেক কিছু আছে। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিস্তারিত জানতে এই ফোরামের বিকল্প হতে পারেনা। আর আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো ধারনা পেলে ইনকামের রাস্তার শেষ নেই।