<<  >> (p.267)
    Author Topic: বাংলা (Bengali)  (Read 5990073 times)
    This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1843 posts by 10+ users deleted.)
    Next-door
    Jr. Member
    *
    Offline Offline

    Activity: 35
    Merit: 2


    View Profile
    June 09, 2022, 06:26:25 AM
    Last edit: June 09, 2022, 02:30:03 PM by Next-door
     #5321

    সিনিয়র ভাইরা বলবেন আমাকে যে সিগনেচার ক্যাম্পেইনে  কাজ করতে কি কি লাগে?  

    আপনার যা যা লাগবে

    ১ঃ৷ সর্বপ্রথম যেটা লাগবে ওইটা হলো আপনার আইডির রাংক।
    আপনার সর্বনিম্ন জুনিয়র মেম্বার আইডি লাগবে । কিন্তু অনেক সিগনেচারে জুনিয়র মেম্বার নেয় না।

    ২. সিগনেচারে জইন হয়ে আপনাকে কোয়ালিটি যুক্ত পোষ্ট করতে হবে।
    কোথায়কয়টা পোষ্ট করবেন সেটা সিগনেচার কাম্পাইনে দেওয়া থাকে।
    আপনার পোষ্টগুলা অবশ্যই ভালো মানের হওয়া লাগবে। আর আপনি কোথায় পোষ্ট করলে কাউন্ট হবে না সেটাও ওখানে দেওয়া থাকে। আপনি চাইলে নিচে দেওয়া থ্রেটে পোষ্ট করতে পারেন এখানে সব সিগনাচার ক্যাম্পিং এর পোষ্ট করা যায়।

        
    Bitcoin Discussion
    Economics Beginners & Help

    ৩. অনেক নতুনদের মাথায় একটা প্রশ্ন থাকে "পোষ্ট গুলা,  যে সিগনেচার করবো তাদের নিয়া লিখতে হবে নাকি? "  
    উঃ না। আপনি যেকোনো বিষয়ে পোষ্ট করলেই কাউন্ট হবে। কিন্তু এমন পোষ্ট করা লাগবে যা থেকে অন্যেরা কিছু জানতে বা শিখতে পারে মানে কোয়ালিটি যুক্ত পোষ্ট করতে হবে।

    ৪. অবশ্যই যার সিগনেচার করবেন তার সিগনেচার আপনার প্রোফাইলে এড করতে হবে। আর যতক্ষণ তারা ডিলেট দিতে না বলবে ততক্ষন রাখতেই হবে।

    ৫. অনেকে জানতে চায়,, একসাথে কয়টা সিগনেচারে জইন হতে পারবো?  
    উঃ একসাথে সুধু একটাই সিগনেচারে জইন হতে পারবেন।

    আসা করি আমি আপনাকে বুজাতে পেরেছি। আর কিছু জানতে চাইলে বলবেন। আমি বলার চেষ্টা করবো।
Page 266
Viewing Page: 267