Presearchঅনেক দিন আগে Presearch এর সম্পর্কে একটি আর্টিক্যাল লেখেছিলাম। মোটামুটি একটা ধারনা পেয়ে যাবেন। Web3.0 এর একটি উপযুক্ত উদাহরন হচ্ছে Presearch, এর সার্চ ইঞ্জিন মডেলটি, প্রজেক্টটিকে ডিসেন্ট্রেলাইজড করে তোলে। ২০১৭ সালে শুরু করা এর যাত্রা, এখন পযর্ন্ত এদের ডেভেলপমেন্ট চোখে পড়ার মতই ছিলো। কিছুদিন আগে ম্যাইননেট লাঞ্জ করার পর, এর উইজার এক্সপ্রিনেন্স আরও ভালো হয়েছে।
Presearch হলো একটি ডিসেন্ট্রেলাইজড সার্ছ ইঞ্জিন, শুরুর পর থেকেই, নিদর্ষ্ট সময়ে তাদের প্রজেক্টের ডেভেলপ করে থাকে। আমার মতে, এই সার্চ ইর্ঞ্জিনটি ক্রিপ্টো ফ্রেন্ডলি একটা সার্চ নিঞ্জিন, আপনি কিছুদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন। PRE এর নেটিভ টোকেন,যা ইথার চেইন ডেভেলপ করা হয়েছে। ইউজার বেশ কিছুভাবে এই প্রজেক্ট থেকে লাভবান হতে পারবেন;
১। ডিসেন্ট্রেলাইজড সার্চ ইঞ্জিন।
২। প্রতিদিন নির্দিষ্ট সময় সার্চ ইঞ্জিনটি ব্যবহার করলে, কিছু পরিমান PRE টোকেন পাবেন।
৩। আপনি আপনার PRE টোকেন বিড করে, আপনার পছন্দীয় এড প্লেস করতে পারবেন।
৪। ইউজাররা মাস্টার নোড রান করতে পারবেন।
প্রতিদিনকর ব্যবহার এর জন্য এই সার্চ ইঞ্জিনটি ব্যবহার করতে পারেন, হ্যাঁ, গুগল সার্চ এর মত টপ নচ ইক্সপ্রিয়েন্স না পেলেও, কিছু ক্রিপ্টো ক্ষেত্রে ভালো ইক্সপ্রিয়েন্স পাবেন। সার্চ ইঞ্জিনটি বেশ কিছু ডেভেলপ এখনো বাকি, এই গুলো শেষ হলে হয়তো কোনো এক সময়ে আমাদের সবার ফোনে ডিফল্ড সার্চ ইঞ্জিন এর অপশন পাবো।
আপনারা চাইলে আমার আগের পোষ্টটি দেখতে পারেনঃ
PreSearch search engine|| A crypto friendly browser