এই ট্রেন্ড মাত্র শুরু হয়েছে। MOVR বাইন্যান্সে লিস্ট করবে, এইটা অবশ্য অনেকটা প্রেডিক্টেড ছিল, অনেকেই কনফার্ম ছিল যে লিস্ট হবেই। ডট নিয়ে আপনার প্রেডিকশন কি? ১০০ ডলার+ যাবে? এখন তো অনেক হাইপে আছে ডট। আমি গত কিছুদিন ধরে ৪৫ ডলার+ মুল্য থেকে একুমুলেট করছিলাম।
সময় লাগবে, কিন্তু সম্ভব $১০০ অতিক্রম করা। দীর্ঘ সময়ের ক্ষেত্রে DOT এর মূল্য $৫০০ খুবই সহজে অতিক্রম করবে।
Polkadot থেকে একটি বিষয় মনে হলো, এটি সকলের জন্য এবং এমন নাহ যে @Little Mouse ভাইকে বলতেছি । মূল্য বৃদ্ধি কখনোই প্রজেক্টের মানদন্ড হয় না। তাই $৫০০ অতিক্রম করার মানে এই নয় যে ইথিরিয়ামকে টেক্কা দিবে। কারণ প্রত্যেক প্রজেক্টের নিজস্ব বৈশিষ্ট্য থাকে, না জেনে তর্ক করা বেকার ( এটি তাদের জন্য বললাম, যারা এর আগে ইথিরিয়াম, বাইন্যান্স স্মাট চেইন এবং পল্কাডট নিয়ে তর্ক করতে এসেছিলো

)
বিঃদ্রঃ আমি সকল বক্লচেইনই ব্যবহার করি, কিন্তু হাইপের জন্য কখনোই নতুন কোনো ব্লকচেইনকে বলবো নাহ যে, এটিই পরবর্তী ইথিরিয়াম। তাই এই ফোরামের অনেকেই বিশ্লেষণ ছাড়া তর্ক করতে আসবেন নাহ। কেননা যারা আগে BSC চেইন নিয়ে লাফালাফি করতেছিল, তারা এখন Solana নিয়ে লাফালাফি করতেছে। আর এটি হাস্যকর

আমি ৫১ ডলারে ডট কিনেছি। এটা কতদিন হোল্ড করবো? ১১ তারিখের পরে সেল করবো নাকি আগেই?
অনেকেই বলে ইভেন্ট হাইপ শেষ হয়ে গেলে ডাম্প আসে
আসলে এটি হাইপ বলে নয়, বরং parachain auction এর auction শেষ হইলে অনেকে হয়তো DOT টোকেন বিক্রি করতে পারে। তাই হয়তো হাল্কা ডাম্প দেখে দিবে। কিন্তু লম্বা সময়ের জন্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি। শুধু kusama এর auction পরবর্তী মূল্য পর্যবেক্ষণ করেন। তাহলে ভালো ধরনের ধারণা পাবেন। আর এটিও সত্য যে polkadot এর auction সংখ্যা kusama এর তুলনায় খুবই কম হবে, তবে পরবর্তীতে আরো হইতে পারে।