আমার তৈরিকৃত মিম: ডাবল চেক (
মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: একটি দুর্ঘটনা, সারা জিবনের কান্না প্রতি সেল দেওয়ার সময়ে ডাবল চেক দিতে হয়
আমার তৈরিকৃত মিম: রিস্ক থাকবেই (
মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: এখনো লিগ্যালিটি পায় নাই, একটু সাবধানে থাকবেন সবাই , আশা করি অদুর ভবিষ্যতে লিগ্যাল হয়ে যাবে
আমার তৈরিকৃত মিম: ভাই আমারে ছাইড়া দেন।আর করবো না🤧 (
মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: অনেক কিছু দেখতেছি এখন, সাবধানে থাকবেন । অনেক কিছু দেখতেছি এখন, সাবধানে থাকবেন (২)
আমার তৈরিকৃত মিম: ups and downs (
মিমটির লিংক )
মিমটি তৈরির করার কাহিনি: কিছুই করার নাই, আল্টকয়েন প্রাইজ বিটিসি এর ডিপেন্ট always invest in you own risk
আশা করি, সবগুলো আপনার নিজের তৈরি। প্রথম দুইটি মোটোমোটি সবারই বর্তমান অবস্থা বলা যায়।

আর ৪র্থটি ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক আগে থেকেই আছে, তাই এটি প্রতিযোগিতায় গণ্য হবে নাহ। আর পরবর্তীতে যারা পোষ্ট করবেন,তারা বিষয়টি লক্ষ্য রাখবেন। আর নতুন কিছু তৈরি করেন, ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কোনো মিমের বিষয় নিয়ে নিজের মতো করে পুনরায় তৈরি করবেন নাহ। এককথায় নতুন কিছু তৈরি করেন।
[/quote]
প্রথমে ধন্যবাদ, নিজের কোনো কাজ রিচ না পেয়েও উথসাহ পেলে ভালো লাগে।আসলে ওই রকম মিমস এ সময় দেওয়া হয় না আর এটাও সত্য যে আমাদের পুরো বাংলা ক্রিপ্টো কমুনিটিতে অনেক কম মিমস পাওয়া যায়,যা আমাদের পরিবেশের সাথে তুলে ধরে।
আর মেরিট এরও আশাতেও ছিলাম, ওইটা থেকেই চেষ্টা। আশা করি ভবিষ্যতে আরো কিছু মিমস বানাবো আর হ্যা একটা রিকুয়েস্ট থাকলো, আপনি প্রতিযোগিতা নিয়মে, কেউ যেনো নিজের লগো ব্যবহার না করে, এটা এড কতে দিতেন।
পুরো কমুনিটি যেনো সব জায়গায় এইগুলো ব্যবহার করতে পারে।
আর শেষেরটা মনে হইছিলো যে আগে বানানো হইছে, দেখি আরো সুন্দর করে করতে পারি কিনা