<<  >> (p.251)
    Author Topic: বাংলা (Bengali)  (Read 5990486 times)
    This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1843 posts by 10+ users deleted.)
    musafar37
    Member
    **
    Offline Offline

    Activity: 184
    Merit: 65


    View Profile
    March 13, 2022, 12:44:17 PM
     #5001

    বেশকিছুদিন ধরেই একটা ব্যপার চোখে পরছে। Trx Mining সাইট, প্রতিদিন ৬% এর উপরে বিভিন্ন মেয়াদে ইন্টাররেস্ট দেয়। অনেক আগে থেকে এ ধরনের সাইট দেখা যেতো, কিন্ত ইদানিং মনে হচ্ছে, এই সাইট গুলো, এদের কার্যকম বেড়েই চলচ্ছে। আমি নিজেও অনেক ভিডিও বা পোষ্ট আর স্পোন্সর এডও দেখেছি। (এমনকি আমার একটা ফ্রেন্ড এইরকম সাইটে ইনভেস্ট করেছে আমাকেও সাজেস্ট করেছিলো এধরনের সাইতে ইনভেস্ট করার জন্য)
    এসব সাইটের কার্যকম অনেকটা এমন হয় যে, আপনাকে কিছু পরিমান ইনভেস্ট করার জন্য বলবে। তারা প্রতিদিন ৫/৬/৭/১০% ইন্টারেস্ট দিবে নিদির্ষ্ট সময় পযন্ত। অন্তত লোভনীয় অফার হওয়ায় অনেকে ইনভেস্ট করে, মানিং সাইটগুলো বেশ কিছু পে আউট দিলেও একটা সময়ে দেখা যায়, সাইট চলে গেছে বা আপনার একাউন্ট ব্লক হয়ে যায়।
    আসুন কিছু ডিপভাবে ভেবে দেখি,
    আসলে Trx কখনো মানিং সম্ভব না। Tron ব্লকচেইন POS(Proof of Stake) পদ্ধতিতে চলে, অর্থাৎ এই ব্লকচেইনে কখনোই মানিং সম্ভব না। মানিং শুধু POW(Proof of Work) ব্লকচেইনে সম্ভব, অর্থাৎ বিটকয়েন বা ইথেরিয়ামের মত কয়েনে সম্ভব, বাকি আল্টকয়েনগুলি বেশিভাগই POS পদ্ধতিতে চলে। এখন এমন ওয়েবসাইট যা পুরো একটি মিথ্যার উপর চলচ্ছে, সেটি আপনাকে কত দিন পেআঊট দিবে সেটার গ্যারান্টি নেই।
    আরোও পরিষ্কার করে বলতে Tron প্লাটর্ফমে কেউ স্টেক করে রাখলে বছরে ৬/৮% পাওয়া যায়, সেখানে কোনো সাইট কিভাবে প্রতিদিন ৬% দেওয়ার কথা বলে।
    অনেক সময় দেখা যায়, এমন একটা সাইট বেশকিছু ধরেই পেমেন্ট দিয়ে আসছে, এর মানে হচ্ছে তারা একটা বড় ইনভেস্টমেন্ট এর জন্য অপেক্ষা করছে, যদি কোনো ইউজার কোনো বড় ইনভেস্টমেন্ট করবে, তখনই দেখবেন ওই সাইট স্ক্যাম করেছে।
    অনেকে মনে করেন যে, আরে অল্প কিছু ইনভেস্ট করি, গেলে যাক। কিন্ত বিশ্বাস করেন আপনার এই ধরণের ভাবা এবং ইনভেস্টের জন্যই এসব সাইট ২০২২ এসেও এখনো মানুষদের কে স্ক্যাম করে যাচ্ছে।
    একটা সুন্দর উদাহরন দিতে চাচ্ছি্‌:
    অনেকে হয়তো MLM এর ব্যবসা স্পর্কে জানেন, যত রেফার করবেন তত লাভ, অথবা আপনার রেফার অন্য রেফার করলে আপনি বোনাস পাবেন। এমনই কিছু স্কিম আমাদের এলাকায় ভালোই প্রসার হয়েছিলো, অনেকে দেখি ভালো ২০/৩০ হাজার টাকা ইনভেস্ট করছিলো, এর মধ্যে আমার এক বন্ধুও ইনভেস্ট করে, ভাগ্যবসত সাইট বা স্কিমটি স্ক্যাম করার পর সে বেচে যায় কোনোমতে ইনভেস্ট এর টাকাটি উইথ্র করতে পেরে। কিন্ত এখানে ভাবার বিষয় হচ্ছে, সে আরও ১০/১২ জনকে রেফার করে তারা সবাই লস খায়। আমার বন্ধু খুশি ছইলো কারন সে লস খায় নাই, কিন্ত সে একবারও ভাবে নাই যে তার একার জন্য ১০/১২ জনের মত মানুষ লস করেছে সাথে ওই কোম্পানি এত টাকা নিয়ে উধাও।
    এইটা একটা ভাবা বিষয়, আশা করি সকলে ব্যপারটি বুঝতে পারছেন। ইউটিউবে Trx Mining লিখে সার্চ দিলেই বোঝা যায়, কত ফালতু এসব ভিডিও। আমার মত, এসব ইউটিউবার থেকে হয়তো একটু ডিন্সটেন্ট ম্যাইন্টেন্ট করা উচিত, কেননা সে এমন একটি ইনভেস্টমেন্ট এর কথা শেয়ার করছে যার না আছে কোনো ভবিষ্যৎ বা না আছে কোনো ফান্ডামেন্টাল এনালাইসিস। হয়তো এরা বলে দিবে যে, এসব সাইট যেকোনো সময়ে স্ক্যাম করবে কিন্ত ভেবে দেখুন কেনো আপনি এসব সাইটে ইনভেস্ট করবেন, কেনোইবা এই কাজের জন্য উৎসাহ দিবেন?



    আমিও কিছুদিন আগে এমন একটা সাইটে ইনভেস্ট করেছিলাম।এইসব সাইটের বেশীরভাগ স্কিম করে।আমার ক্ষেত্রেও একই ঘটনা হয়েছে।বড়জোর একমাস পেমেন্ট করবে।হিসাব-নিকাশ করলে দেখবেন আপনি লসেই আছেন।এইসব সাইট থেকে লাভ করতে হলে আপনাকে রেফার করতে হবে  অনেক বেশি পরিমানে,সেক্ষেএে আপনার জন্য যারা জয়েন করলো প্রত্যেকেরই লস হবে ১০০% নিশ্চিত । এবং এরা উইথড্র এর জন্য নির্দিষ্টভাবে উল্লেখ করে দেয়।তাই এইসব সাইট থেকে যত দূরে থাকা যায় তত ভালো।
Page 250
Viewing Page: 251