আমি বিটকয়েনটকে নতুন। এই ফোরামে পোস্ট করার নিয়ম জানি না। মানে আমি যদি কোন পোস্ট করতে চাই তাহলে ছবি কিভাবে আপলোড করব, লিংক কিভাবে শেয়ার করব এগুলা জানতে চাই। আমি জানি এটা নিয়ে আগে অনেক পোস্ট হয়েছে, কেউ সেই লিংক দিয়ে সাহায্য করলে খুব উপকার হত আর কি!
ছবি পোস্ট করার জন্য আপনাকে সর্বনিম্ন জুনিয়ার মেম্বার হতে হবে। অথবা কপার মেম্বার রেঙ্ক কিনতে হবে। তাছাড়া আপনি ছবি পোস্ট করতে পারবেন না। ছবি পোস্ট করার জন্য আপনি যেখানে লিখতেছেন তার উপরে ইমেজ আইকন দেওয়া আছে। ঐখানে ক্লিক করলে ইমেজের লিংক পোস্ট করতে পারবেন। আর ওয়েব লিংক পোস্ট করতে চাইলে পাশেই দেখবেন ওয়েব আইকন দেওয়া আছে। ওইখানে ক্লিক করলে লিংক পোস্ট করার অপশন পাবেন।
@shasan
ভাই আপনি কি ফন্ট সাইজ বড় না করে পোস্ট করবেন? ফন্ট সাইজ বড় করলে পড়তে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হয় মনে হয়। অন্ততপক্ষে, আমার কাছে সেরকমই লাগছে। দয়া করে নরমাল ফন্টে পোস্ট করবেন ভাই।
আমার কাছে ফন্টগুলো ছোট মনে হয়। যাই হোক এখন থেকে নর্মাল ফন্ট এ পোস্ট করব ভাই