বিটকয়েন কি আবার 70k ব্রেকআউট করবে কিনা?
বিটকয়েন ৭০ হাজার ডলারে যাবে কিনা, সেটি মূলত সাপোর্ট ও রেজিস্ট্যান্ট লেভেলের উপর নির্ভর করবে। এখনকার অবস্থা অনুযায়ী, বিটকয়েন যদি ৪০.৬ হাজার ডলার অতিক্রম করতে পারে, তাহলে ভালো ধরনের পাম্প দেখা যাবে। আবার বিটকয়েনের চার্টে ডেথক্রস তৈরি হয়েছে, সেটি ইঙ্গিত করে যে খুব তাড়াতাড়ি মার্কেটে খারাপের দিকে যাবে, সহজ কথায় বেয়ার মার্কেট চালু হবে। আর পূর্ববর্তী বুল মার্কেটগুলোতে এমন হয়েছিল। তাই সকলেই সতর্ক থাকুন যেকোনো ধরনের ট্রেড করার ক্ষেত্রে।

আপনার গুগল ট্রান্সলেটশন ব্যবহার করা উচিত হয়নি, কারণ এতে সকল বাক্যের মান কখনোই ভালো হবে না এবং এমন কিছু অনুবাদ করে দিবে যেটি অনেেই বুঝতে পারবে নাহ। এরপর থেকে কোনো পোষ্টের ট্রান্সলেশন করলে নিজে থেকে করবেন, এটির জন্য আশাবাদী আমরা সকলেই।

আরো ভালো হয়, যদি আপনি পোষ্টটি ডিলিট করে নিজে থেকে অনুবাদ করেন।