আমরা সকলেই গুগল থেকেই রিসার্চ করি। আপনার কাজে গুগল এর চাইতেও ভালো কোনো সার্চ ইঞ্জিন যদি থাকে যেখানে রিসার্চ করলে আরো ভালো ইনফরমেশন পাওয়া যাবে দয়া করে জানাবেন।ধন্যবাদ
আপনাকে অন্যকোনো সার্চ ইঞ্জিনের দরকার নেই, শুধুমাত্র দরকার একটু বেশি সময় দিয়ে সঠিক এবং অফিসিয়াল সোর্সগুলো বের করার। আশা করি, এবার সকলের জন্য বিষয়টি পরিষ্কার হয়েছে।
এভাবেই তো আগাতে হবে। ক্রিপ্টো ডেভেলপমেন্ট হতে হলে একটা প্রজেক্ট যতটুকু এগিয়ে এসেছে সেটাকে নতুন মাত্রা দিতে পারলেই ভালো।
<-- snip -->
ETH ২.০ এর সাথে মিল থাকলেও আমি কপিক্যাট বলার কোনো কারণ দেখছি না। হয়তোবা তারা ETH ২.০ এর আইডিয়া নিয়েছে কিন্তু polkadot তাদের সার্ভিস আগে আনতে পেরেছে।
এটি আমিও মেনে চলি। কিন্তু কেউ যদি আপনার টিমের একজন সদস্য হয় এবং আপনাদের একটি আইডিয়া জানার পর নতুন একটি প্রজেক্ট তৈরি করে , কারণ আপনারা সেই নতুন আইডিয়াতে তেমন বেশি সময় দিচ্ছেন না এবং তাড়াতাড়ি কোনো কিছু করতে চাচ্ছেন না। আর আপনার টিমের সদস্যটি ওই আইডিয়াটিই নিলো এবং নতুন একটি বিষয় সংযুক্ত করে খুবই তাড়াতাড়ি একটি প্রজেক্ট চালু করলো এবং সেটি পরিপূর্ণ নয় ও একটির পর একটি ধাপে প্রজেক্টটি টেষ্ট করতে থাকলো এবং এমন সালে পরিপূর্ণভাবে চালু করলো , যখন আপনারও নতুন আইডিয়াটি মার্কেটে আসতে যাচ্ছে। তাহলে আমি তো একে কপি করাই বলব, আর এটি আমার মতামত এবং পূর্বেও বলেছি, সকলের মতামতে ভিন্নতা রয়েছে।
নোট: এরপর আর এই কপিক্যাট বিষয়টি নিয়ে মতামত দিবো না। এখন থেকে যেকোনো টেকনিক্যাল বিষয়গুলো আলোচনা করব। আশা করি, সেই বিষয়গুলোতে @Little Mouse , @laredo7mm অন্যান্য সকলেই সংযুক্ত হবেন।