ধরুন আপনার কাছে ০.৫ পরিমাণ ইথেরিয়াম আরেক জনের ১ ইথেরিয়াম আছে । আপনি ও
স্টেকিং এর জন্য লাগাইছেন সে ও স্টেকিং এর জন্য লাগাইছে । আর অনেক স্টেকিং এর জন্য লাগাইছে। সবার টা মিলে ৩২ ইথেরিয়াম হয়েছে । তখন এক্সচেঞ্জ স্টেকিং লাগাই । আর স্টেকিং থেকে যা লাভ হয় সবার মাঝে ভাগ হয়ে যায় । এক্সচেঞ্জ ফি কেটে রাখে সবার কাছে থেকে এটাই এক্সচেঞ্জের লাভ । এক্সচেঞ্জে স্টেকিং সুবিধা হল আপনার ইথেরিয়াম যেকোনো সময় উঠাইতে পারবেন ।
অনেককেই ETH স্টেকিং করতে আগ্রহী মনে হচ্ছে। কেউ যদি স্টকিং প্রোসেস তা পুরোপুরি বলে দিতো তাহলে অনেকের স্টেকিং করতে বা স্টেকিং করবে কিনা সে ডিসিশন নিতে সুবিধা হতো। খুব বড়ো এমাউন্ট stake না করলে ভালো প্রফিট হবেনা এটা সত্য তবে এটাও মনে রাখতে হবে যে স্টেকিং এ অনেক ETH লক থাকবে তাই দাম বাড়ার সম্ভবনা আছে ভালো।
এইখানে কি কেউ আছেন যারা ইথেরিয়াম স্টেকিং করার চিন্তা ভাবনা করছেন। স্টেকিং করতে নরমালী ৩২ ইথার লাগবে মনে হয়। কিন্তু ছোট এমাউন্ট স্টেক করার জন্য অনেক সাইট থাকতে পারে। যদিও আমি এখনো এইসব নিয়ে তেমন ঘাটাঘাটি করি নাই। তবে আমার চিন্তা আছে আমি করব।
তবে রিওয়ার্ড মডেল চিন্তা করলে খুবই কম। ৩২ ইথার স্টেক করলে এক বছরে সম্ভবত ১.৬৮ ইথার রিওয়ার্ড পাওয়া যাবে। এইটা তখনই লাভ হবে যখন একসাথে অনেক ইথার স্টেক করা যাবে। পাশাপাশি, স্টেকিং এ যদি বেশি মানুষ ইনভলভ হয়, তাহলে সেখানে অনেক পরিমান ইথার লক আপ থাকবে যার কারনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে অনেক। আপনারা কি মনে করে। কারো এই ব্যাপারে ভালো নলেজ থাকলে শেয়ার করতে পারেন। কিংবা কেউ আগ্রহী হলে এইখানে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।
সেরকম কোনো সাইট যেখানে অল্প ETH দিয়েও স্টেকিং করা যাবে থাকলে আমি জানতে আগ্রহী। দয়া করে প্রসেস গুলো বলে দিলে ভালো হয় সবার।
আমার কথায় রাগ করবেন না। কারণ আমরা সব সময় সাধারণত এই ধরনের বিষয়গুলো লক্ষ্য করি। যেগুলো হচ্ছে হাই রেংক এর মেম্বার গুলো তাদের উপর এর রেংক এর মেম্বার গুলো দের মেরিট ডিসট্রিবিউশন করে থাকে। কিন্তু আমাদের মতো প্রতিভাবান মেরিট পেয়ে থাকে না এর কারণটা কি আজ পর্যন্ত আমার অজানা রয়ে গেল। আমি সবসময় চেষ্টা করি ভাল কিছু শিখতে এবং অন্যকে সাহায্য করতে এবং সবসময় আশায় থাকি আমিও সবার থেকে ভালো কিছু পাব।
আপনি যে প্রতিভাবান তা আপনার পূর্বের পোস্ট হিস্ট্রি দেখলে বুঝা যাবে। ভালো ভালো পোস্ট করেন আর ফোরাম এ এক্টিভ থাকেন মেরিট এমনিতেই পেয়ে যাবেন। মেরিট চেয়ে নেওয়া অনুমোদিত নয় ফোরাম এ।