আমাদের মত নতুন যারা বিটকয়েনটলকে কাজ করে। তারা না জেনে হইতো যদি কোন প্রকার ভুল করে। অনেক বড় ভাই আছে। যারা বহুদিন যাবৎ বিটকয়েনটলকে কাজ করে। তারা শুধু খোজে কখন কারা ভুল করবে,আর তখন তাকে redtrust মারবো। আরে ভাই সে ভুল করছে, ভুল মানেই পাপ তাকে তৈয়্যিবা পরার সুযোগ টা দেন। আমি জানি আল্লাহর কাছে বান্দা যদি একবার তৈয়্যিবা পড়ে। তার তৈয়্যিবা কবুল করে। আর তৈয়্যিবা না পড়তেই আপনারা redtrust মারেন। আর account টা ধংস করে দেন। এটা আপনাদের কেমন বিচার। আপনার মহৎ কাজ তখনি হবে। যখন তাকে ভুলটা ধরিয়ে দিবেন। তার পর সে সতর্ক হবে। সে আর কখনো ভুল করবে না। আমরা তা না করে, কার আগে কে redtrust মারতে পারি রেডি থাকি। এটা তো সিনিয়র ভাইদের কাজ না।
বিটকয়েনটকে রেড ট্রাস্ট দেয় প্রধানত স্প্যামিং এবং স্ক্যামিং এর জন্য। দুইটাই তো মারাত্নক ধরণের অপরাধ। স্ক্যাম করলে তো মাফ করার প্রশ্নই উঠে না। আবার যেকোনো প্রতিষ্ঠিত ফোরামেই স্পামিংকে গুরুত্বসহকারে নেয়। বিটকয়েনটকের বিভিন্ন থ্রেডে বারবার বলা হচ্ছে, স্প্যামিং না করতে। স্পেশালি বাউন্টি সেকশনে প্রচুর স্প্যামিং হয়। আপনি যে বাউন্টিতে জয়েন করুন না কেন, আপনার তো উচিত রুলস গুলো পড়ে নেয়া। সাবমিশন কখন বন্ধ হচ্ছে খেয়াল করা। আবার বেশিরভাগ ক্ষেত্রে বাউন্টি ম্যানেজার না করে দেয় সাবমিশন করতে কিন্তু মেম্বাররা সাবমিশন করতেই থাকে। তাদের পানিশ করা উচিত। আমারও মনে হয়, রেড ট্রাস্ট অনেক বেশি হয়। নিউট্রাল দেয়া উচিত।
আর আমাদের লোকাল কমিউনিটির সিনিয়র ভাইয়েরা অত সহজে রেড ট্রাস্ট দেয় না। আমি যখন ফোরামে নতুন, তখন মেরিট চেয়েছিলাম। তাঁরা চাইলে রেড ট্রাস্ট দিতে পারতেন। কিন্তু দেন নাই বরং সতর্ক করে দিয়েছেন। সুতরাং, তাঁদেরকে ব্লেইমিং করবেন না।