<<  >> (p.196)
    Author Topic: বাংলা (Bengali)  (Read 5990372 times)
    This is a self-moderated topic. If you do not want to be moderated by the person who started this topic, create a new topic. (1843 posts by 10+ users deleted.)
    Sparrow96
    Member
    **
    Offline Offline

    Activity: 238
    Merit: 28


    View Profile
    January 02, 2021, 05:17:31 PM
     #3901

    এটা যদি সত্যিই কাজ করে, তবে বোধহয় আমাদের অন্য প্রাইভেসি কয়েনে যেতে হবে।
    এইসব কয়েন সবই হচ্ছে প্রোগ্রামিং। ট্রাক করা যেতেই পারে। তবে এইটাও সত্য যে মনেরোর চাইতে ভালো প্রাইভেসি কয়েন সম্ভবত নেই। অনেকে যদিও বলে zcash এর কথা, আমার কাছে মনেরোই বেটার। আবার, নতুন একটি রয়েছে ডিপওনিয়ন, এইটা দাবি করে তারা অনেক ভালো প্রাইভেসি কয়েন। যদিও আমি কখনো ব্যবহার করিনি।
    তবে প্রাইভেসি কয়েন হয়ত একেভারে ভেনিশ হয়ে যাবে অথবা বিটিসির চাইতে ভালো পারফর্ম করবে। যে হারে রেগুলেশন আসছে, আমার মনে হয় অবস্থা খুব খারাপ হবে। আবার এইটাও সত্য যে, মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি ঝুকে বেশি।
    এইটা এইজন্য শেয়ার করলাম যে, কেউ যদি প্রাইভেসি কয়েনে ইনভেস্ট করতে চান তাহলে ভেবেচিন্তে করবেন। গতকাল, bittrex প্রাইভেসি কয়েন ডিলিস্টের ঘোষনা দেয়ার সাথে সাথেই অনেকটা দাম কমেছে। এখন অনেক রেগুলেশন আসবে এবনভ এইরকম পতন হতেই পারে।

    সামনে SEC এর খড়্গ প্রাইভেসি কয়েনগুলোর উপরেই আসবে। এরকম গুজবের কারণেই প্রাইভেসি কয়েনগুলো ডাম্প করেছে। আর মনেরোর মত প্রাইভেসি কয়েন নেই। সেটা গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, এভেইলিবিটি সকল দিক থেকেই। প্রাইভেসি কয়েনগুলো একদম ভেনিশ হয়ে যাবে বলে মনে হয় না। ব্ল্যাক মার্কেটে এখনও এটা ব্যবহার হয়। তারাই এই কয়েনগুলো টিকিয়ে রাখার চেষ্টা করবে।

Page 195
Viewing Page: 196